loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বেসিস সফ্টএক্সপো’র শেষ দিনেও দর্শনার্থীদের ভিড়


বেসিস সফ্টএক্সপো’র শেষ দিনেও দর্শনার্থীদের ভিড়

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে চলছে তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি খাতের সর্ববৃহৎ প্রদর্শনী ষোড়শ বেসিস সফ্টএক্সপো ২০২০। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সফ্টএক্সপো’র শেষ দিনে মেলার স্টলগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়। এমন জনসমাগমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আয়োজক ও প্রদর্শকেরা।

দেশি-বিদেশি কোম্পানিগুলোর সফ্টওয়্যার ও সেবা প্রদর্শনী এবং বিশেষজ্ঞ অতিথি বক্তাদের উপস্থিতিতে সেমিনার ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠানের মাধ্যমে চারদিনের বেসিস সফ্টএক্সপো চলছে। এ-বছর ৩০০ কোম্পানি অংশ নিচ্ছে - যা সংখ্যার দিক থেকে দক্ষিণ-এশিয়ায় সর্বোচ্চ। আজ সকাল ১০টা থেকেই আইসিসিবিতে দেশি-বিদেশি সফ্টঅয়্যার কোম্পানিগুলো স্টলে নিজ নিজ পণ্য ও সেবা  প্রদর্শন করছে। 

মেলার তৃতীয়দিন রাতে সফ্টএক্সপো’র মোবাইল অ্যাপ ডাউনলোড করে কুপন কোডপ্রাপ্তদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করে তাঁদের ট্যাব, রাউটার, মোবাইল ফোন উপহার দেয়া হয়। পাশাপাশি আয়োজন করা হয়েছিল কনসার্ট ও আতশবাজি।

আজ সন্ধ্যায় এবারের বেসিস সফ্টএক্সপো’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি; বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

বিস্তারিত তথ্যের জন্য পরিদর্শন করতে পারেন:

ওয়েবসাইট: www.softexpo.com.bd
ফেইসবুক: facebook.com/BASIS.SoftExpo
বেসিস সফ্টএক্সপো ২০২০-এর মোবাইল অ্যাপঃ http://bit.ly/BASIS_SoftExpo_2020_App

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...