loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

চট্টগ্রাম সিটি নির্বাচন ২৯ মার্চ


চট্টগ্রাম সিটি নির্বাচন ২৯ মার্চ

আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হবে। একই দিন বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনও হবে। ওই দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ হবে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সচিব বলেছেন, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ এবং ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।

২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন। এই সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ৫ অগাস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ অগাস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে, গত ১৮ জানয়ারি বগুড়া-১ আসন ও যশোর-৬ আসন ২১ জানুয়ারি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন সম্পন্ন করতে হয়। বগুড়া-১ আসনে ১৬ এপ্রিল ও যশোর-৬ আসনে ১৯ এপ্রিলের মধ্যে ভোটগ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে।

Loading...