loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

অভিনেতা তাপস পাল আর নেই


অভিনেতা তাপস পাল আর নেই

মঙ্গলবার দিনপূর্ব ভোররাত প্রায় চারটায় মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলা চলচ্চিত্রের এই অভিনেতা।

কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয়েছে এই তারকার। তাঁর বয়স হয়েছিলো ৬১ বছর। তিনি দীর্ঘদিন ধরে স্নায়ুরোগ ও অনিদ্রাজনিত রোগে ভুগছিলেন বলে সংবাদে প্রকাশ।

অভিনয়ের পাশাপাশি ২০০৯ সালের ভারতের সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে কৃষ্ণনগর থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন তিনি। 

২০১৬ সালে একটি চিট ফান্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিলো তাপস পালের। তরুণ মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’ সিনেমার অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। ২২ বছর বয়সে মুক্তি পায় তাঁর অভিনীত প্রথম ছবি ‘দাদার কীর্তি’। ‘গুরুদক্ষিণা’ ছবির জন্য তাপস পালকে আজীবন মনে রাখবে বাংলার দর্শকেরা। ওই ছবিতে কালী বন্দোপাধ্যায়ের সঙ্গে তাঁর যুগলবন্দি দর্শককে করেছিল ভীষণ আবেগাপ্লুত।

‘মায়া মমতা’, ‘সুরের ভুবনে’ ‘সমাপ্তি’ ‘চোখের আলো’,’ অন্তরঙ্গ’, ‘সাহেব’ প্রভৃতি বিখ্যাত বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৮১ সালে ‘সাহেব’ ছবির জন্য তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার অর্জন করেন।

একসময় বলিউডের ছবিতেও কাজ করেছেন তাপস পাল। ‘অবোধ’ ছবিতে মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেন তিনি।

পরিবার সূত্রের খবর, মঙ্গলবার বিকালে তাপস পালের দেহ কলকাতায় আনা হবে। 

তাঁর মৃত্যুতে টালিউডে শোকের ছায়া নেমে এসেছে।

Loading...