loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

দশ শিশুর ‘আমার প্রথম বইমেলা’


দশ শিশুর ‘আমার প্রথম বইমেলা’

বাংলাদেশ পজেটিভ ও জেসিআই ঢাকা ওয়েস্ট-এর যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী আয়োজন ‘আমার প্রথম বইমেলা’। দশজন সুবিধাবঞ্চিত মেধাবী শিশুদেরকে প্রথমবার অমর একুশে গ্রন্থমেলা ভ্রমণের অভিজ্ঞতা প্রদানে অনুষ্ঠিত হয় এই আয়োজন। এতে বইমেলা ভ্রমণের পাশাপাশি শিশুদেরকে তাঁদের পছন্দের কিছু বই কিনে দেয়া হয়েছে।

এছাড়া, বইমেলার শিশু চত্বরে অনুষ্ঠিত হয়েছে ‘আমার প্রথম বইমেলা’ শীর্ষক একটি রচনা প্রতিযোগিতা। কথাসাহিত্যিক দীপু মাহমুদ আয়োজনটিতে অংশ নেয়া সকল শিশুকে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত বিভিন্ন ধরনের বই পড়তে উৎসাহিত করেছেন তাঁর ‘গল্প কথন’ বক্তব্যের মাধ্যমে।

আয়োজনটি প্রসঙ্গে বাংলাদেশ পজেটিভ-এর প্রতিষ্ঠাতা ও জেসিআই ঢাকা ওয়েস্ট-এর জিএলসি মুহাম্মাদ আলতামিশ নাবিল এক বিবৃতিতে বলেছেন, “তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমাদের এই ভিন্নধর্মী আয়োজন। একটা উন্নত জাতি গঠনের জন্য বইপড়ার কোনো বিকল্প নেই। মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্যে এমন আয়োজন নিয়মিত বিরতিতে ভবিষ্যতেও চলবে।“ 

আয়োজনটির সহযোগিতায় ছিলো বাংলা একাডেমি ও টিচ ফর বাংলাদেশ।

Loading...