loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

মুমিনুলের পরে সেঞ্চুরি করলেন মুশফিকও


মুমিনুলের পরে সেঞ্চুরি করলেন মুশফিকও

মিরপুর টেস্টে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিরতির আগে চার মেরে ৯৯ রানে পৌঁছে গিয়েছিলেন মুশফিকুর রহিম; কিন্তু ঝুঁকি না নিয়ে সেখানেই থামেন। লাঞ্চের পরে ফিরে বাউন্ডারি মেরে উঁচিয়ে ধরেছেন ব্যাট। দশ ইনিংস পরে টেস্টে আরেকবার তিন অঙ্কে পৌঁছে উদযাপনটাও ব্যতিক্রমী ছিল তাঁর।

২০১৮ সালে নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে একই মাঠে মুশফিকুর রহিম খেলেছিলেন ২১৯ রানের ক্যারিয়ার-সেরা ইনিংস। এরপর ১০ ইনিংসে অর্ধশত রান পেরিয়েছেন দু’বার; তবে সেঞ্চুরির কাছে যাওয়া হচ্ছিল না। যাহােক, জিম্বাবুয়ের বিপক্ষে নেমে মিরপুরেই বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান পেলেন আরেকটি শতরান।

সেঞ্চুরির পথে শুরু থেকেই সাবলীল ছিল মুশফিকের ব্যাট। বড় কোনো সুযোগ দেননি প্রতিপক্ষকে। ঝলমলে ইনিংসে ১৬০ বলে ১৮ চার মেরে মুশফিক পৌঁছেন তিন অঙ্কে। স্পিনারদের সুইপ করেছেন বারংবার। পেসারদের বলে দেখা গেছে চিরায়ত কাভার ড্রাইভ; রান করেছেন স্কয়ার কাটে, পুল শটেও। 

সাম্প্রতিক সময়ে ছন্দেই ছিলেন মুশফিক। বছরের শুরুতে পাকিস্তানে না যাওয়ায় রাওয়ালপিন্ডি টেস্টে খেলা হয়নি তাঁর। এর আগে ভারত সফরে অন্যদের চরম ব্যর্থতার মধ্যে উজ্জ্বল ছিল তাঁর ব্যাট। গত নিউজিল্যান্ড সফরে হ্যামিল্টন টেস্টে তিন সেঞ্চুরির পরে পাঁচ টেস্টে কোনো সেঞ্চুরি ছিল না বাংলাদেশের। এবার সেই খরা দূর হলো দুইটি শতরানে।

দুই সেঞ্চুরির পাশাপাশি তৃতীয় উইকেট জুটিতেও ১৮০ ছাড়িয়েছে গেছেন মুশফিক-মুমিনুল। জিম্বাবুয়ের ২৬৫ রানের জবাবে হাতে ৭ উইকেট রেখে ১০০ রানে লিড নিয়েছে টাইগাররা। মুশফিকের সেঞ্চুরির সময় বাংলাদশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩৫৭ রান।

Loading...