loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে না ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়


সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে না ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরে এবার ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ও সমন্বিত ভর্তি পরীক্ষা নেবে না বলে জানিয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে দুই বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় দু’টির প্রশাসন। বিশ্ববিদ্যালয় দু’টোতে আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

“নিরাপদ ভর্তি পরীক্ষা” নেয়ার নিশ্চয়তা দেয়া হলেই সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় যেতে পারবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

Loading...