loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

বত্রিশেই টেনিসকে বিদায় জানালেন শারাপোভা


বত্রিশেই টেনিসকে বিদায় জানালেন শারাপোভা

মাত্র ৩২ বছর বয়সেই টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। সম্প্রতি ‘ভোগ’ ও ‘ভ্যানিটি ফেয়ার’ ম্যাগাজিনে লেখা নিবন্ধে কাঁধের ইনজুরি নিয়ে নিজের দুর্ভোগের বর্ণনা দিয়েছিলেন শারাপোভা। এরপর বুধবার (২৬ ফেব্রুয়ারি) অবসর গ্রহণের কথা জানালেন এই রাশিয়ান টেনিস তারকা। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডনে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বাদ পান শারাপোভা। এরপর ২০১২ সালে চার মেজর শিরোপা জিতে ক্যারিয়ার স্ল্যাম পূর্ণ করেন তিনি। 

২০১৬ সালে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় ১৫ মাস নিষিদ্ধ হয়েছিলেন শারাপোভা। এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৭ সালে ফিরলেও টানা ইনজুরির কারণে পুরনো ফর্ম ফিরে পাননি।

আঘাতের কারণে শারাপোভার ক্যারিয়ারের সর্বনাশ হওয়ায় তাঁর র‍্যাংকিং নেমে যায় ৩৭৩-এ - যা ২০০২ সালের অগাস্টের পরে তাঁর ক্যারিয়ারের সর্বনিম্ন। এরপর টানা তিনটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তাঁকে।

অবসরের ঘোষণা দিয়ে শারাপোভা বলেছেন, ‘আমি এক্ষেত্রে (অবসর) নতুন, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। টেনিস, আমি বিদায় বলে দিচ্ছি।’

Loading...