loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

চ্যাম্পিয়ন্স লিগ: নিজেদের মাঠে ইউভেন্টাসকে হারিয়েছে লিঁও


চ্যাম্পিয়ন্স লিগ: নিজেদের মাঠে ইউভেন্টাসকে হারিয়েছে লিঁও

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে অলিম্পিক লিঁও। শেষ ষোল পর্বের প্রথম পর্বে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাসকে নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছে ফরাসি লিগ ওয়ান-এর ক্লাবটি। ইউভেন্টাসে বিপক্ষে লিঁও’র এটি প্রথম জয়। এর আগে চারবার মুখোমুখি হয়েও ইউভদের হারাতে পারেনি লিঁও।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পার্ক অলিম্পিক লিয়োনেইস-এ ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় ইউভেন্টাস। চার মিনিটের মাথায় গোলের সুযোগ পায় তাঁরা। তবে, ক্রিশ্চিয়ােনা রোনাল্ডোর বাড়ানোর ক্রস স্পর্শ করতে পারেনি কুয়াদ্রাদো।

এরপরে ইতালিয়ানরা আর না পারলেও ৩১ মিনিটে হোউসেম আউয়ার বাড়ানো ক্রসের বল ছোঁয়া দিয়ে জালে পাঠান লিঁও’র লুকাস তুজা (১-০)।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়াতে থাকেন রোনাল্ডো-দিবালারা। তবে সফল হননি। বিরতির পরেও আক্রমণের ধারা অব্যহত রাখে ইতালির চ্যাম্পিয়ন ক্লাবটি।

৬৮তম মিনিটে সমতা ফেরার দারুণ একটি সুযোগ পায় ইউভেন্টাস। আলেক্স সান্দ্রোর কাছ থেকে পাওয়া বল শট করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা। অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এরপর ৮৭তম মিনিটে গোলের দেখা পেয়েছিলেন দিবালা; তবে অফ সাইডের কারণে তা বাতিল করা হয়। 

ম্যাচের বাকি সময় গোল করতে না পারায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় সিআর সেভেনদের।

আগামী ১৭ মার্চ লিগের ফিরতি পর্বে ইউভেন্টাস স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই ক্লাব।

Loading...