loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

টি-২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশের নারীরা


টি-২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশের নারীরা

আইসিসি টি-টোয়েন্টি নারী বিশ্বকাপ ক্রিকেট ২০২০
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি), ক্যানবেরা, অস্ট্রেলিয়া

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮৯/১ (হিলি ৮৩, মুনি ৮১*, গার্ডনার ২২*; সালমা ১/৩৯)
বাংলাদেশ: ২০ ওভারে ১০৩/৯ (ফারজানা ৩৬, নিগার ১৯; শুট ৩/২১, সাদারল্যান্ড ১/২১, কেয়ারি ১/১৬, জোনাসেন ২/১৭)
ফলাফল: অস্ট্রেলিয়া ৮৬ রানে জয়ী

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ক্যানবেরার মানুকা ওভালে ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশকে ৮৬ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে এটি লাল-সবুজের নারীদের সবচেয়ে বড় পরাজয়। আগের রেকর্ড হারটি ছিল ৭৯ রানের, ২০১৪ বিশ্বকাপে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে একবার করে।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মেগ ল্যানিং। হিলি ও মুনির জোড়া হাফসেঞ্চুরিতে মাত্র ১ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে তাঁরা ১৮৯ রান করেন। জবাবে সালমা খাতুনের দল পুরো ওভার খেলে ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে ১০৩ রান পর্যন্ত।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল দক্ষিণ আফ্রিকার নারীদের। ২০১৮ সালে ব্লুমফন্টেইনে তাঁরা ৪ উইকেটে ১৬৯ রান করেছিলেন।

একবার জীবন পাওয়া হিলি আগ্রাসী ব্যাটিংয়ে ৫৩ বলে ১০ চার ও ৩ ছয়ে করেন ৮৩ রান। মুনি তিন-তিনবার বেঁচে গিয়ে ৫৮ বলে ৯ চারে ৮১ রানে অপরাজিত থাকেন। সূচনা জুটিতে ১৭ ওভারে তাঁরা যোগ করেছেন ১৫১ রান - যা টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের জুটি।

শুরু থেকেই বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন হিলি। তাঁকে ভালোভাবে সঙ্গ দেন মুনি। তাঁর ব্যাটেও এসেছে রানের জোয়ার। শেষদিকে অ্যাশলে গার্ডনার ৯ বলে ৩ চার ও ১ ছয়ে ২২ রানের ইনিংস খেলেছেন।

বাংলাদেশ ক্যাচ মিস করেছে চারটি, স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া হয় একটি। বোলাররাও ছিলেন নিষ্প্রভ। ছয়জন বোলারের সবাই ওভারপ্রতি সাতের বেশি রান খরচ দিয়েছেন।

জবাবে ষষ্ঠ ওভারে ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। দুই ওপেনার শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুনকে বিদায় দেন মেগান শুট। সানজিদা ইসলামও বেশি সময় টেকেননি।

চতুর্থ উইকেটে ৫০ রান যোগ করে দলকে কিছুটা ভালো সংগ্রহ পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন নিগার সুলতানা ও ফারজানা হক। তবে এই জুটি ভাঙার পরে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। ফারজানা সর্বোচ্চ ৩৬ রান করেছেন ৩৫ বলে। তাঁর ইনিংসে চার ছিল ৪টি। নিগার ১৯ রান করতে খেলেছেন ৩২ বল। এছাড়া দুই অঙ্ক স্পর্শ করেন শামিমা (১৩) ও রুমানা আহমেদ (১৩)।

অজিদের হয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করেন শুট। জেস জোনাসেনের সংগ্রহ ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড ও নিকোলা কেয়ারি।

আগামী শনিবার মেলবোর্নে তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর সোমবার শেষ ম্যাচে নারীরা লড়বেন শ্রীলঙ্কার বিপক্ষে।

Loading...