loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব: স্পিকার


বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ সকলের কাছে পৌঁছে দেয়া গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। রোববার (১ মার্চ) ঢাকায় নাগরিক টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি এ-কথা বলেন। এ-সময় তিনি নাগরিক টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সময় অতিবাহিত করছে। 

প্রতিষ্ঠালগ্ন থেকে নাগরিক টিভি যে-ভিন্নধর্মী সংবাদ প্রচার করে আসছে - তা অন্যান্য গণমাধ্যমের জন্য অনুসরণযোগ্য। এই চ্যানেলটি যে-অনুসন্ধানমূলক সংবাদ প্রচার করে - তা সত্যিই প্রশংসনীয়। এ-সময় সাংবাদিকদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ তৈরিতে নাগরিক সমাজকে অবদান রাখার আহ্বান জানান তিনি।

শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, মার্চ মাস জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ থেকে শিক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় নাগরিক টিভি এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ-সময় মুজিববর্ষের প্রতিটি অনুষ্ঠান সম্প্রচারে সচেষ্ট থেকে জাতিকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে পরিপূর্ণভাবে জানার সুযোগ করে দিতে নাগরিক টিভির সকল সদস্যের প্রতি তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী, বিজিএমই-এর সভাপতি ও নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Loading...