loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জিম্বাবুয়েকে ১৬৯ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছে টাইগাররা


জিম্বাবুয়েকে ১৬৯ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছে টাইগাররা

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ৩২১/৬ (লিটন আহত-অবসর ১২৬, মিঠুন ৫০; এমপোফু ২-৬৮, মুম্বা ১-৪৫)
জিম্বাবুয়ে: ৩৯.১ ওভারে ১৫২ (মাধেভেরে ৩৫, মুটমবোডজি ২৪; সাইফউদ্দিন ৩-২২, মাশরাফি ২-৩৫, মিরাজ ২-৩৩)
ফলাফল: বাংলাদেশ ১৬৯ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে
ম্যাচ-সেরা: লিটন দাস

দুই দেশের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে রানে ১৬৯ হারিয়েছে বাংলাদেশ। রোববার (১ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামা টাইগারদের ৬ উইকেটে ৩২১ রানের জবাবে সফরকারীরা মাত্র ১৫২ রানে গুটিয়ে যায় ৬৫ বল বাকি থাকতেই।

এদিন একদিনের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছেন লিটন দাসরা। বাংলাদেশের আগের সর্বোচ্চ রেকর্ডটি ছিল ৮ উইকেটে ৩২০ রান, ২০০৯ সালে বুলাওয়েতে।

বোলারদের নৈপুণ্যে রানের হিসাবে এই সংস্করণে সবচেয়ে বড় জয়ের কীর্তিও গড়েছে টাইগাররা। বাংলাদেশের আগের সর্বোচ্চ রানের জয়টি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৮ সালে মিরপুরে শ্রীলঙ্কাকে তাঁরা হারিয়েছিল ১৬৩ রানে।

টানা পাঁচ ম্যাচে পরাজয়ের পরে ওয়ানডেতে জয়ের দেখা পেলো বাংলাদেশ। গত বছর ইংল্যান্ড বিশ্বকাপের শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে হারের পরে শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

রোববার লিটন যতক্ষণ উইকেটে ছিলেন, ততক্ষণ বাংলাদেশের ইনিংসের আবর্তন ঘটেছে তাঁকে ঘিরেই। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করলেন তিনি। পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছাড়ার আগে ঝলমলে ১২৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ১০৫ বলের ইনিংসে তিনি মেরেছেন ১৩ চার ও দুই ছক্কা।

এরপর মজবুত ভিত কাজে লাগিয়ে হাত খুলে ব্যাটিং করেছেন মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিন। ৪১ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন মিঠুন। আঘাত সেরে দীর্ঘদিন পরে মাঠে ফেরা সাইফউদ্দিন অপরাজিত ছিলেন ১৫ বলে ২৮ রানে।

বল হাতেও নজর কেড়েছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। জিম্বাবুয়ের ইনিংসে প্রথম আঘাত এসেছে তাঁর হাতেই। সেই জোড়া আঘাতের ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।

পরে অধিনায়ক মাশরাফি ও স্পিন অলরাউন্ডার মিরাজও উইকেট নেওয়ার দলে যোগ দেওয়ায় দেড়শ পেরিয়েই থামতে হয়েছে জিম্বাবুয়েকে। সাইফউদ্দিন সাত ওভারে তিন উইকেট শিকার করেছেন ২২ রানে। মিরাজ আট ওভারে দুই উইকেট পেয়েছেন ৩৩ রানে।

মাশরাফি দুই উইকেট নিতে ৬.১ ওভারে খরচ করেছেন ৩৫ রান। প্রতিপক্ষ অধিনায়ক চামু চিবাবা ও টিনোটেন্ডা মুটমবোডজির উইকেট দখল করে দারুণ এক কীর্তি গড়েছেন তিনি। ওয়ানডেতে ১০০ উইকেট শিকার করা পঞ্চম অধিনায়ক এখন ম্যাশ।

আগামী মঙ্গলবার (৩ মার্চ) একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

Loading...