loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

প্রাণ আপ ও দারাজ নিয়ে আসছে নিশ্চিত রিচার্জ অফার


প্রাণ আপ ও দারাজ নিয়ে আসছে নিশ্চিত রিচার্জ অফার

দেশের জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড প্রাণ আপ ও ই-কমার্স সাইট দারাজ ডট কম নিয়ে আসছে ‘প্রাণ আপ দারাজ টপ আপ অফার’। সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে দু’পক্ষের মধ্যে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

‘প্রাণ আপ দারাজ টপ আপ অফার’ অফারটি বাজারে আসবে প্রাণ আপ-এর স্পেশাল লেবেলে। এই লেবেলের সাথে কিউআর কোড স্ক্যান করার ব্যবস্থা থাকবে। কিউআর কোড স্ক্যান করে দারাজ অ্যাপ ইনস্টল করতে হবে। বোতলের ক্যাপের নিচে থাকবে ইউনিক কোড। দারাজ অ্যাপ ইনস্টল করে টপ আপ সেকশনে ইউনিক কোড দিলেই স্বয়ংক্রিয়ভাবে মোবাইল নাম্বারে পৌছে যাবে ২০ টাকা নিশ্চিত রিচার্জ।

দেশের সব মোবাইল অপারেটর-এর গ্রাহকেরাই এই অফারটি উপভোগ করতে পারবেন। প্রাণ আপ ৫০০ মিলি, এক লিটার ও দুই লিটার বোতলে এই অফারটি প্রযোজ্য হবে।

প্রাণ বেভারেজ-এর নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, “আমরা সব সময় চেষ্টা করি ভোক্তাদের জন্য নতুন নতুন অফার নিয়ে আসতে। খুব শিগগিরই টপ আপ অফারের উদ্বোধন করা হবে। প্রতিবারের মতো এবারো আমরা ভোক্তাদের কাছে থেকে ব্যাপক সাড়া পাবো বলে আশা করছি”।

দারাজ-এর হেড অফ মার্কেটিং আবরার হোসাইন বলেন, প্রাণ আপের সাথে দারাজ এবার সারাদেশের মানুষের কাছে পৌঁছে যাবে বলে আশা করি।

এ-সময় প্রাণ বেভারেজ এর হেড অফ মার্কেটিং আতিকুর রহমান, প্রাণ আপ-এর ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দাস, দারাজ-এর ব্র্যান্ড ম্যানেজার ইবতেশাম ইসলাম উপস্থিত ছিলেন। 

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...