loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

জ্বালানি ও আইসিটি খাতে উরুগুয়ের বিনিয়োগ আহ্বান করেছেন রাষ্ট্রপতি


জ্বালানি ও আইসিটি খাতে উরুগুয়ের বিনিয়োগ আহ্বান করেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জ্বালানি, তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি (আইসিটি) ও অবকাঠামোসহ বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ করতে উরুগুয়ের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার (২ মার্চ) স্থানীয় সময় দুপুরে উরুগুয়ের মন্টিভিডিও’র প্রেসিডেন্সিয়াল প্যালেসে উরুগুয়ের প্রেসিডেন্টরর সঙ্গে বৈঠককালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধাসহ ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে উল্লেখ করে বৈঠকে রাষ্ট্রপতি হামিদ বলেন, এসব অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও উরুগুয়ের প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

রাষ্ট্রপতি বলেছেন, বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে তৈরি পোশাক, ওষুধ ও সিরামিকসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্য উৎপাদিত হয়। রাষ্ট্রপতি দু’দেশের বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে উচ্চপর্যায়ের সফর-বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

তিনি দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়াতে সংসদ সদস্যদের, বা জনপ্রতিনিধিদের পারস্পরিক সফর বাড়ানোর উপর জোর দেন। কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজীকরণের কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে প্রচুর প্রশিক্ষিত জনশক্তি রয়েছে - যাঁরা উরুগুয়ের উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে পারে। রাষ্ট্রপতি হামিদ উরুগুয়ের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি উরুগুয়ের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয়।

উরুগুয়ের প্রেসিডেন্ট তাঁর শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য রাষ্ট্রপতি হামিদকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশে উরুগুয়ের বিনিয়োগের ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

রোহিঙ্গা ইস্যুতে উরুগুয়ের প্রেসিডেন্ট তাঁর দেশের অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আশা করেন - ভবিষ্যতে বাংলাদেশের সাথে উরুগুয়ের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারিত হবে।

দ্বিপাক্ষিক ও আঞ্চলিক-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও দক্ষিণ আমেরিকান বাণিজ্য সংস্থা - মেরকোসুর-এর মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছেন উরুগুয়ের প্রেসিডেন্ট। দক্ষিণ আমেরিকার চারটি দেশ - ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে এই সংস্থার স্থায়ী সদস্য।

এ-সময় উরুগুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জুলফিকার রহমান ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি হামিদ উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত প্রেসিডেন্টের কমান্ড হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন। ন্যাশনাল পার্টি (এনপি)’র নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস আলবার্তো লাকাল পু গত রোববার ২০২০-২০২৫ মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন।

পেশায় রাজনীতিক ও সাবেক প্রেসিডেন্টের পুত্র লুইস আলবার্তো লাকাল পু বামপন্থী ব্রড ফ্রন্ট (এফএ)’র ১৫ বছরের শাসনের অবসান ঘাটিয়ে উরুগুয়ের প্রশাসনের প্রধান হিসেবে শপথ নিয়েছেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং প্রতিনিধিরা শপথ অনুষ্ঠানে যোগদান করেন।

রাষ্ট্রপ্রধান ১১ দিনের সফরে গত বুধবার সকালে লন্ডন ও উরুগুয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আগামী ৭ মার্চ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Loading...