loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

এফএ কাপে চেলসির কাছে হেরে লিভারপুলের বিদায়


এফএ কাপে চেলসির কাছে হেরে লিভারপুলের বিদায়

ফের পরাজিত হয়েছে উড়তে থাকা ইংলিশ ক্লাব লিভারপুল। মঙ্গলবার (৩ মার্চ) এফএ কাপের পঞ্চম রাউন্ডে চেলসির কাছে ০-২ গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে ২২ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকা অল রেড্সরা। গত চার ম্যাচে এই নিয়ে তৃতীয় পরাজয় সত্ত্বেও লিভারপুল কোচ ইয়ুর্গান ক্লপ বলেছেন এখনো মৌসুমে রেড্দের দেখানোর অনেক কিছুই বাকি আছে।

গত শনিবার ওয়াটফোর্ডের বিপক্ষে পরাজিত হয়ে প্রিমিয়ার লিগে টানা ৪৫ ম্যাচ পরে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে ক্লপ-শিষ্যরা। ঐ ম্যাচটি থেকে সাতটি পরিবর্তন করে মঙ্গলবার মূল একাদশ সাজিয়েছিলেন ক্লপ; ক্লপের বিবেচনায় দলটি ছিল দারুণ শক্তিশালী। এভারটন ও শ্রুসবেরিকে পরাজিত করে পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছিল লিভারপুল। 

স্ট্যামফোর্ড ব্রিজে গতকাল উইলিয়ান ও রস্ বার্কলির গোলে ফ্রাংক ল্যাম্পার্ডের দলের জয় নিশ্চিত হয়। ক্লপ বলেছেন, ‘০-২ গোলে পরাজিত হওয়াটা মোটেই ভালো কিছু নয়। তবে সহজে একটি কথাই বলা যায় - দু’টি বড় ভুলে আমরা ঐ দুই গোল হজম করেছি।’

প্রিমিয়ার লিগে ২২ পয়েন্টে এগিয়ে থেকে ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো শিরোপা জয়ের পথে বেশ দাপটের সাথেই এগিয়ে রয়েছে লিভারপুল। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য শেষ ১৬’র প্রথম লেগের লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ০-১ গোলে পরাজিত হয়ে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ক্লপ বলেছেন, ‘পুরো মৌসুমে এই তিন সপ্তাহ আমাদের মোটেও ভালো কাটেনি। কিন্তু এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। কেউই আমাদের জন্য দুঃখ প্রকাশ করবে না। আমাদের ক্ষতিটা আমাদেরই বুঝতে হবে।’

অন্যদিকে, ১৬ লিগ ম্যাচের মাত্র পাঁচটিতে জয় ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র প্রথম লেগে ০-৩ গোলে বিধ্বস্ত হয়ে চেলসি মূলত সবদিক থেকেই চাপে ছিল। লিভারপুলকে পরাজিত করে এই মৌসুমে নিজেদের আশা কিছুটা হলেও টিকিয়ে রাখার বিকল্প কিছু ছিল না গতকাল।

ল্যাম্পার্ড বলেছেন, ‘এডেন হ্যাজার্ড, দিয়েগো কস্তা, জন টেরি ও দিদিয়ের দ্রগবাকে ছাড়া নতুনভাবে গড়ে ওঠা চেলসি আগের তুলনায় ভিন্ন কোনো দল নয়। তবে আমরা নতুনদের নিয়ে এগিয়ে যাবার চেষ্টা করছি। আমি এর চেয়ে বেশি কিছু আশা করতে পারিনা। লিভারপুলের মতো দলের বিপক্ষে নিজেদের কতক্ষণ ধরে রাখা যায় - সেটাই গুরুত্বপূর্ণ।’

এদিন ম্যাচের প্রথম মিনিটেই উইলিয়ানের একটি প্রচেষ্টা দারুণ দক্ষতায় রুখে দিয়ে লিভারপুল গোলরক্ষক আদ্রিয়ান দলকে রক্ষা করেছেন। অন্যদিকে আগের পাঁচ ম্যাচে বাদ পড়া কেপা আরিজাবালাগা প্রমাণ করেছেন - কেন ৭২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাঁকে চেলসিতে আনা হয়েছে। সাদিও মানে, ডিভোক ওরিগি ও টাকুমি মিনামিনোকে রুখে দিয়ে কেপা চেলসিকে পিছিয়ে পড়া থেকে রক্ষা করেছেন।

চেলসি দুই অর্ধে মাতেও কোভাচিচ ও উইলিয়ানকে ইনজুরির কারণে হারিয়ে মধ্যমাঠে দুর্বল হয়ে পড়ে। তার আগে অবশ্য উইলিয়ানের গোলে ১৩ মিনিটে এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল। ৬৪ মিনিটে ইংলিশ মিডফিল্ডার বার্কলির গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

মঙ্গলবার এফএ কাপের অপর ম্যাচগুলোতে জয়ী হয়েছে - নিউক্যাসেল ও শেফিল্ড ইউনাইটেড। মিগুয়েল আলমিরোনের দুই গোলে নিউক্যাসেল ৩-২ গোলে ওয়েস্ট ব্রুমকে পরাজিত করে ১৪ বছর পরে শেষ আট নিশ্চিত করেছে। অন্যদিকে অতিরিক্ত সময়ের গোলে রিডিংকে ২-১ গোলে পরাজিত করে কোয়ার্টার-ফাইনালে উঠেছে শেফিল্ড ইউনাইটেড।

Loading...