loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

এমটিবি ও নভোএয়ার-এর মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চুক্তি


এমটিবি ও নভোএয়ার-এর মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চুক্তি

নভোএয়ার-এর ফ্রিকুয়েন্ট ফ্লাইয়ার্স প্রোগ্রাম ‘স্মাইল্স’ মেম্বারদের জন্য বিশেষ সুবিধাযুক্ত কো-ব্র্যান্ডেড ইউনিয়ন পে প্লাটিনাম ক্রেডিট কার্ড-এর প্রচলনের প্রয়াস উপলক্ষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও নভোএয়ার লিমিটেড-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় এই চুক্তিটি হয়।  

এই কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড-এর গ্রাহকবৃন্দ বিশেষ সুবিধা, যেমন - হ্রাসকৃত মূল্যে নভোএয়ার-এর ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকেট ক্রয়, বোনাস স্মাইল্স, বিনামূল্যে এমটিবি এয়ার লাউঞ্জ ব্যবহারসহ আরও অনেক সুবিধা উপভোগ করতে পারবেন।

নভোএয়ার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, মফিজুর রহমান ও এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে মেসবাহুল ইসলাম, হেড অফ মার্কেটিং অ্যান্ড সেল্স, নভোএয়ার লিমিটেড এবং সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার, মোহাম্মদ আনোয়ার হোসেন, হেড অফ কার্ডস্ ও আজম খান, গ্রুপ চিফ কমিউনিকেশন্স অফিসার, এমটিবিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ২৮টি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে - ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে ছয়টি করে, সৈয়দপুর ও যশোরে পাঁচটি করে, সিলেট ও বরিশালে দুইটি করে এবং রাজশাহী ও কলকাতায় একটি করে ফ্লাইট রয়েছে।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...