loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল


বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল

মাশরাফি বিন মর্তুজার ছেড়ে দেওয়া নেতৃত্বের ভার উঠেছে দেশের সফলতম ওপেনার তামিম ইকবালের হাতে। রোববার (৮ মার্চ) বোর্ড সভা শেষে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে বাঁহাতি ওপেনারের নাম ঘোষণা করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের আগের দিন গত বৃহস্পতিবার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন দেশের সফলতম অধিনায়ক মাশরাফি। পরেরদিন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় জানানো হয় তাঁকে।

মাশরাফির নেতৃত্ব ছাড়ার দু’দিন পরে নির্ধারিত বোর্ড সভায় তামিমকে অধিনায়ক করার সিদ্ধান্ত এলো। বাংলাদেশের হয়ে অবশ্য আগেও দুবার অধিনায়কত্ব করেছেন তিনি। তবে সেসব ছিল ভারপ্রাপ্ত দায়িত্ব। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে সাত হাজারের বেশি রান করা তামিম এবারই পেলেন পূর্ণাঙ্গ দায়িত্ব।

গত বছর ইংল্যান্ড বিশ্বকাপের পরে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যায় বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক মাশরাফি আঘাতের কারণে ছিটকে গেলে ওই সিরিজে প্রথমবার ওয়ানডেতে অধিনায়কত্ব করেন তামিম। তিন ম্যাচেই অবশ্য পরাজিত হয়েছিল টাইগাররা। 

টেস্টেও অধিনায়কত্ব করার নজির আছে তামিমের। ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে তখনকার নিয়মিত টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের ইনজুরির কারণে এক টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন তিনি।

২০১৪ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব ছিল মাশরাফির কাঁধে। টাইগারদের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি (৫০টি) ওয়ানডে ম্যাচ জিতিয়ে দায়িত্বের সমাপ্তি টেনেছেন তিনি।

Loading...