loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বেতিসের মাঠে হারলো রিয়াল মাদ্রিদ


বেতিসের মাঠে হারলো রিয়াল মাদ্রিদ

স্পেনের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে ফিরতে জয়ের কোনো বিকল্প ছিল না রিয়াল মাদ্রিদের। আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী এফ.সি. বার্সেলোনার বিপক্ষে জিতে দলটির আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। কিন্তু উল্টো অগোছালো ফুটবল খেলে রিয়াল বেতিসের মাঠে হেরে গেছে ক্লাবটি। ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন বার্সারই সাবেক ফরোয়ার্ড ক্রিস্তিয়ান তেয়ো।

রোববার (৮ মার্চ) রাতে বেতিসের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে রিয়াল। ৪০তম মিনিটে সিডনির গোলে পিছিয়ে পড়া লস ব্লাঙ্কোরা প্রথমার্ধের যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে করিম বেনজেমার সফল স্পট কিকে সমতা ফেরায়; তবে শেষরক্ষা হয়নি। ৮২তম মিনিটে সেই বেনজেমার ভুলেরই খেসারত দেয় রিয়াল। এই ফরাসি স্ট্রাইকারের দিকভ্রষ্ট পাসের ফায়দা পুরোপুরি তুলে নিয়ে লক্ষ্যভেদ করেন তেয়ো।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তেয়ো। সেই সময় দলটির হয়ে লা লিগায় ৫৯ ম্যাচে ১১ গোল করেছিলেন তিনি। তবে শেষ তিন বছর (২০১৪-১৭) তিনি ধারে খেলেছেন পর্তুগালের এফসি পোর্তো ও ইতালির ফিওরেন্টিনায়। এরপর নাম লিখিয়েছেন বেতিসে।

এদিন প্রতিপক্ষের মাঠে বল দখলের লড়াইয়ে রিয়াল এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল বেতিস। অন্যদিকে, প্রথম কর্নার পেতে জিনেদিন জিদানের শিষ্যদের অপেক্ষা করতে হয়েছে ৮৫ মিনিট পর্যন্ত। এল ক্লাসিকোতে বার্সাকে হারানোর ম্যাচে যে-দুর্দান্ত নৈপুণ্য সার্জিও রামোস-ভিনিসিয়ুসরা উপহার দিয়েছিলেন, তার ছিটেফোঁটাও দেখা যায়নি বেতিসের বিপক্ষে।

২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। সমান-সংখ্যক ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।

Loading...