loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচও স্থগিত


এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচও স্থগিত

করোনাভাইরাসের কারণে আগামী ২০২২ কাতার বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সূচি অনুসারে, মার্চ ও জুনে ম্যাচগুলো হওয়ার কথা ছিল। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও এশিয়া অঞ্চলের সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে সোমবার (৯ মার্চ) এই সিদ্ধান্ত ঘোষণা দেয় ফিফা। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এশিয়ার সদস্যদের সঙ্গে আলোচনার পরে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ২০২২ সালের কাতার বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করতে সম্মত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করে এবং পারস্পারিক সম্মতির ভিত্তিতে সদস্য দেশগুলো চাইলে নিজেদের মধ্যে ম্যাচ খেলতে পারবে। সেক্ষেত্রে ফিফা ও এএফসি - উভয়ের অনুমোদন লাগবে।

ফিফার সিদ্ধান্ত মেনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করেছে। মার্চ ও জুনে দেশে আফগানিস্তান, ওমান ও ভারতের বিপক্ষে বাংলাদেশের তিনটি ম্যাচ খেলার সূচি ছিল।

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে কাতার। তাই ধারণা করা হচ্ছে, আগামী ৩১ মার্চ বাছাইয়ের ম্যাচ খেলতে সেখানে যাওয়া হবে না বাংলাদেশ দলের।

এশিয়া অঞ্চলে চলতি মাসের ম্যাচগুলো হওয়ার কথা ছিল আগামী ২৬ ও ৩১ মার্চ। এছাড়া আগামী জুনের ৪ ও ৯ তারিখে মাঠে গড়ানোর কথা ছিল বাছাইপর্বের আরও ৩২টি ম্যাচ।

Loading...