loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত


কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অবশ্য তিনি মারাত্মকভাবে আক্রান্ত নন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ-তথ্য জানানো হয়েছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সোফি গ্রেগোয়ার-ট্রুডোর করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, তাঁর শরীরে করোনাভাইরাসের হালকা উপসর্গ দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাঁকে নির্দিষ্ট সময়ের জন্য আলাদা করে রাখা হবে। তিনি ভালো বোধ করছেন এবং সতর্কতামূলক উপদেশগুলো মেনে চলছেন। 

‘প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা যায়নি। তিনি সুস্থ আছেন। সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে নির্দিষ্ট সময় ১৪ দিনের জন্য আলাদা রাখা হবে।’ তবে তাঁর করোনাভাইরাস পরীক্ষা করা হবে না।

‘প্রধানমন্ত্রী তাঁর দায়িত্ব পালন অব্যাহত রাখবেন এবং তিনি আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।’

এর আগে এক বিবৃতিতে বলা হয়, ব্রিটেন থেকে ফিরে আসার পরে গ্রেগোয়ার-ট্রুডোর হালকা জ্বরসহ করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। গত রাতের শেষের দিকে তাঁর এই জ্বর বোধ হয়েছে। এর পরপরই তিনি ডাক্তার দেখান এবং পরীক্ষা করান।

Loading...