loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বিডিঅ্যাপ্স চট্টগ্রাম মিটআপ অনুষ্ঠিত


বিডিঅ্যাপ্স চট্টগ্রাম মিটআপ অনুষ্ঠিত

বিডিঅ্যাপ্স-এর উদ্যোগে চট্টগ্রামের তরুণ ডেভেলপার, আইটি উদ্যোক্তা ও স্থানীয় ডিজিটাল মিডিয়ার অংশগ্রহণে গত ১১ মার্চ অনুষ্ঠিত হলো বিডিঅ্যাপ্স চট্টগ্রাম মিটআপ। দু’টি আলাদা আয়োজনে বন্দরনগরীর একটি সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয় অনুষ্ঠানটি। এতে চট্টগ্রামের আইসিটি বাজারের বর্তমান অবস্থা, বিডিঅ্যাপ্স-এর কাজ করার অভিজ্ঞতা, সফলতার গল্পকথনের পাশাপাশি আগামীদিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের ম্যানেজার মোঃ সালাহ উদ্দিন, বিডিঅ্যাপ্স বিজনেস-এনগেজমেন্ট লিড মুহাম্মাদ আলতামিশ নাবিল, বিডিঅ্যাপ্স চট্টগ্রাম শাখার আরিফ হাসান, মিয়াকি মিডিয়ার প্রধান তানিম ইসলামসহ বিডিঅ্যাপ্স-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে আরও অংশ নেন নিসর্গ নিগার, প্রবীর বড়ুয়া, সাবের শাহসহ চট্টগ্রামের একঝাক তরুণ ডেভেলপার, আইটি উদ্যোক্তা ও স্থানীয় ডিজিটাল মিডিয়া উদ্যোক্তা ও কর্মকর্তাগণ।

বিডিঅ্যাপ্স হচ্ছে রবি আজিয়াটা লিমিটেডের একটি দেশিয় অ্যাপ ডেভেলপমেন্ট প্লাটফর্ম - যেখানে সব ধরনের মোবাইল ফোনের উপযোগী অ্যাপ্স নির্মাণ করে ডেভেলপার ও উদ্যোক্তারা সহজেই নিজস্ব সার্ভিস চালু করতে পারেন।

অ্যাপ্স ও সফ্টওয়্যার ডেভেলপারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার মাধ্যমে তাঁদের নিজশক্তিতে উজ্জীবিত করতে চায় বিডিঅ্যাপ্স।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...