loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

টাইগারদের পাকিস্তান সফর স্থগিত


টাইগারদের পাকিস্তান সফর স্থগিত

করোনাভাইরাসে কারণে বাংলাদেশের পাকিস্তান সফরের তৃতীয় পর্যায়টি স্থগিত হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

আগামী এপ্রিল মাসে পাকিস্তান সফরের তৃতীয় পর্বে টাইগারদের করাচিতে একমাত্র ওয়ানডে এবং সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট (আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নিশপের অংশ) খেলার কথা ছিল। তবে আপাতত এই সফরটি বাতিল হলো।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় টেস্ট ম্যাচটি ২০২১ সালের মার্চের মধ্যে আয়োজন করতে হবে। অন্যথায় দু’দলেরই পয়েন্টজনিত সমস্যা হবে। 

আগামী ২৯ মার্চ করাচির উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচ ১ এপ্রিল মাঠে গড়ানোর সূচি ছিল। আর ৫ এপ্রিল থেকে দ্বিতীয় টেস্টটি হওয়ার কথা ছিল।

এর আগে পাকিস্তান সফরের প্রথম ধাপে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সিরিজে পাকিস্তান জেতে ২-০ ব্যবধানে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।

এরপর দ্বিতীয় পর্যায়ে ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডির মাঠে গড়ায় প্রথম টেস্ট ম্যাচ - যেখানে টাইগাররা ইনিংস পরাজয়ের স্বাদ পেয়েছে।

Loading...