loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

টম হ্যাঙ্কস ও রিটা উইল্সনের কোয়ারেন্টাইন শেষ হলো


টম হ্যাঙ্কস ও রিটা উইল্সনের কোয়ারেন্টাইন শেষ হলো

করোনা ভাইরাসমুক্ত হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা টম হাঙ্কস্ ও তাঁর স্ত্রী রিটা উইল্সন। গত সপ্তাহে ভাইরাস শনাক্তের পরে তাঁদেরকে সেখানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ-খবর জানিয়েছে।

অস্কার জয়ী এই অভিনেতা ও তাঁর স্ত্রী অস্ট্রেলিয়ার পরিচালক ব্যাজ লুহারম্যান পরিচালিত এলভিস প্রিসলির জীবনীভিত্তিক একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য ব্রিসবেনের কাছে গোল্ড কোস্টে অবস্থানকালে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের উভয়ের বয়স প্রায় ৬৩ বছর।

এই দম্পতি কোভিড-১৯ আক্রান্ত অবস্থায় কিভাবে সময় কাটাচ্ছেন - সে-সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত খবরাখবর পোস্ট করেছেন। তাঁরা অস্ট্রেলিয়ায় তাঁদের পরিচর্যাকারীদের ধন্যবাদ জানান।

হ্যাঙ্কস দম্পতি কুইন্সল্যান্ডের ভাড়া বাসা (যেখানে তাঁরা সেল্ফ এখন কোয়ারেন্টাইনে রয়েছেন) থেকে গোল্ড কোস্টের এপার্টমেন্টে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে। এই অ্যাপাটমেন্টে তিনি এল্ভিসের দীর্ঘ সময়ের ব্যবস্থাপক কর্নেল টম পার্কারের চরিত্রে অভিনয়ের জন্যে উঠেছিলেন।

অস্ট্রেলিয়ায় মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত ৩৭৫ জন করোনা-আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছে।

Loading...