loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • ডাকঘর সঞ্চয় স্কিমে ২০ লাখ টাকার বেশি রাখা যাবে না

  • পূর্ণাঙ্গ ব্যাংকিং ৩১ মে থেকে, ঝুঁকিপূর্ণ এলাকায় সীমিত আকারে

  • অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু ১ জুন থেকে

  • আগামী রোববার থেকে শর্তসাপেক্ষে অফিস খোলার সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি

  • দেশে ২৪ ঘন্টায় করোনা-আক্রান্ত শনাক্ত ২০২৯ জন, মৃত্যু ১৫ জনের, সুস্থ ৫০০ জন

নারায়ণগঞ্জে ‘বেস্ট বাই’-এর আরেকটি শোরুম চালু


নারায়ণগঞ্জে ‘বেস্ট বাই’-এর আরেকটি শোরুম চালু

গৃহস্থালী সামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’ নারায়ণগঞ্জে আরও একটি শোরুম চালু করেছে। সম্প্রতি মিশনপাড়ার নওয়াব সলিমুল্লাহ রোডে শোরুমটি উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

এই নিয়ে নারায়ণগঞ্জে বেস্ট বাই-এর তিনটি শোরুম চালু হলো। শোরুমে গৃহস্থালী প্লাস্টিক, ইটালিয়ানো মেলামাইন, গুডলাক স্টেশনারি, দুরন্ত বাইসাইকেল, ভিশন ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে। 

অনুষ্ঠানে আরএন পাল জানান, ‘বেস্ট বাই-এর শোরুমে এখন তিন হাজারের অধিক পণ্য পাওয়া যাচ্ছে। আরএফএল সবসময় ক্রেতাদের চাহিদার প্রতি নজর রেখে নিত্যনতুন ও সেরা মানের পণ্য উৎপাদন করে থাকে’। 

বেস্ট বাই-এর হেড অফ সেল্স মাহিদুল ইসলাম ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মোঃ ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ-সময় উপস্থিত ছিলেন।

বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ‘বেস্ট বাই’-এর ১৯৪টি শোরুম চালু রয়েছে।

 – সংবাদ বিজ্ঞপ্তি

Loading...