loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোগে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ


বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোগে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

করোনাভাইরাস প্রতিরােধে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম শুরু করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির ইনোভেশন ল্যাবের উদ্যোগে এবং ফার্মেসি বিভাগের সার্বিক সহায়তায় এই কার্যক্রমের প্রথম পর্যায়ে অসহায় মানুষের মধ্যে ১০ হাজার বোতল (প্রতিটি ৭০ মি.লি.) হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

বাংলাদেশ ইউনিভার্সিটির পরিচালক ও ইনোভেশন ল্যাবের প্রধান ইঞ্জি. কাজী তাইফ সাদাত জানান যে, তাঁরা বাংলাদেশজুড়ে অ্যান্টিভাইরাল পণ্যের ঘাটতি মোকাবেলায় সহায়তা করতে চান। তিনি আরও বলেন, “যতদিন প্রয়োজন হবে, ততদিন পর্যন্ত উৎপাদন অব্যাহত রাখবো আমরা।”

উল্লেখ্য, ১০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণের জন্য ইতোমধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পাঠানো হয়েছে। বিতরণের কাজে সার্বিক সহযোগিতা করছেন স্মাইল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...