loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • রিজেন্ট হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • ‘করোনাভাইরাস বাতাসেও ছড়াতে পারে’ দাবি পর্যালোচনা করছে ডব্লিওএইচও

  • ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হলেন আমির হোসেন আমু

  • পাঁচ মিনিটের যাদুতে ইউভেন্টাসকে হারালো এসি মিলান

  • ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনারো করোনায় আক্রান্ত

দুবাই, আবুধাবি ও সিঙ্গাপুরে সাথে ফ্লাইট বাতিল করলো বিমান


দুবাই, আবুধাবি ও সিঙ্গাপুরে সাথে ফ্লাইট বাতিল করলো বিমান

বিমান বাংলাদেশে এয়ারলাইন্স গতকাল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত (ইউ এ ই)’র দুবাই ও আবুধাবির ফ্লাইট বাতিল করেছে। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া কােভিড-১৯ (করোনাভাইরাস)-এর কারণে মধ্যপ্রাচ্যের দেশটির সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নিয়েছে বিমান।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মোকাব্বির হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘ইউ এ ই’র সিদ্ধান্ত অনুযায়ী আমরা ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দুবাই ও আবুধাবির সাথে সকল ফ্লাইট বাতিল করছি।’

এছাড়া, ২১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিমানের সিঙ্গাপুর ফ্লাইটও বন্ধ থাকবে।

অবশ্য, এমির‌্যাট্স এয়ারলাইন্সসহ ইউ এ ই’র বিমানগুলো ঢাকা থেকে তাঁদের ফ্লাইট অব্যহত রাখবে। এসব ফ্লাইটে শুধু ট্রানজিট যাত্রীরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা ও অন্যান্য দেশে যাবেন। 

জানা গেছে, বিমানের স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত এমির‌্যাট্স এয়ারলাইন্স ঢাকা থেকে তাঁদের ফ্লাইট হ্রাস করেনি। এমির‌্যাটস প্রতিদিনই বরাবরের মতো দুবাই-ঢাকা-দুবাই তিনটি ফ্লাইটই পরিচালনা করছে।

এর আগে, করোনাভাইরাসের কারণে সৌদি আরব, কুয়েত, কাতার ও ওমান বাংলাদেশের সাথে সকল ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে, বাংলাদেশ আগামী ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশের ফ্লাইট বাতিল করেছে।

Loading...