loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ঢাকার কোয়ারেন্টাইন সেন্টার উত্তরায়, ইজতেমা মাঠে নয়


ঢাকার কোয়ারেন্টাইন সেন্টার উত্তরায়, ইজতেমা মাঠে নয়

প্রতীকী ছবি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তৃতি রোধে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে পূর্ব-ঘোষিত কোয়ারেন্টাইন সেন্টার হচ্ছে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সূত্রে এ-তথ্য জানা গেছে। বিশ্ব ইজতেমা মাঠে কোয়ারেন্টাইন সেন্টার করার সিদ্ধান্ত প্রত্যাহার করে এখন উত্তরার দিয়াবাড়ি ও আশকোনা হাজি ক্যাম্পে করার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছিলেন, বিশ্ব ইজতেমা মাঠে কোয়ারেন্টাইনের ব্যবস্থা হবে। কিন্তু পরে জানা যায়, এটা উত্তরার দিয়াবাড়ি এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে করা হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী করোনাভাইরাস কোয়ারেন্টাইন কর্মসূচি গ্রহণ করেছে। সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে দু’টি কোয়ারেন্টাইন সেন্টার পরিচালনার দায়িত্ব দিয়েছে। ফলে, সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে বিমানবন্দর সংলগ্ন আশকোনা হাজি ক্যাম্প ও উত্তরার দিয়াবাড়ী (সেক্টর-১৮) সংলগ্ন রাজউক এপার্টমেন্ট প্রকল্প এলাকায় দু’টি কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে।

বিদেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাচিত ব্যক্তিবৃন্দ স্ক্রিনিং করার পরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে যাত্রীদের বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইন সেন্টারে স্থানান্তর, ডিজিটাল ডেটা এন্ট্রি কার্যক্রম সম্পন্ন করা, কোয়ারেন্টাইন সেন্টারে থাকা-খাওয়া, চিকিৎসা ও অন্যান্য আনুষাঙ্গিক সেবা প্রদানের ব্যবস্থা করা হবে।

এই কর্মসূচি বাস্তবায়নে সেনাবাহিনীকে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়/সংস্থা/অধিদপ্তর/বাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে আইএসপিআর জানিয়েছে।

Loading...