loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

করোনায় দেশে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত চারজন


করোনায় দেশে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত চারজন

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি অন্যান্য বিভিন্ন রোগেও ভুগছিলেন। এ-নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দু’জন মারা গেলেন। এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও চারজন। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

আজ শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে করোনা-সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ-তথ্য জানান। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) আছেন প্রায় ৫০ জন। দেশের জেলা উপজেলায় ১৪ হাজার বাড়িতে সঙ্গরোধে আছেন।

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে চীন থেকে বিশেষজ্ঞ দল আনা হবে জানিয়ে জাহিদ মালেক বলেছেন, “করোনা প্রতিরোধে আমরা গত দুই মাস যাবত কাজ করে যাচ্ছি। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে চীন থেকে বিশেষজ্ঞ নিয়ে আসা হবে।”

করোনা চিকিৎসায় দেশব্যাপী প্রস্তুতির কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন করে ৪০০ ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হবে। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সকল কর্মকর্তাদের ছুটি বাতিল হয়েছে। মাস্ক সহ অন্যান্য সরঞ্জাম হাতে এসেছে।  চীন থেকে সরঞ্জাম আসবে।

জাহিদ মালেক বলেন, অনেকে বিদেশ থেকে এসে আত্মগোপন করে আছেন। আপনাদের পরিবারকে বাঁচাতে হলেও এটা করা যাবে না।

উত্তরার দিয়াবাড়ি ও টঙ্গীতে ইজতেমা মাঠে কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যদি কোয়ারেন্টিন করার দরকার হয়, তাঁরা ম্যানেজ করবে। এছাড়া, ইতোমধ্যে সব স্বাস্থ্যসেবা কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল/স্থগিত করা হয়েছে।

“এয়ারপোর্ট ও ল্যান্ডপোর্ট দিয়ে অনেকে আসা-যাওয়া করছেন - তা অনেকাংশে বন্ধ হয়েছে। প্রতিদিন মানুষ বাংলাদেশে প্রবেশ করছে। যাঁদের চিহ্নিত করতে পারছি, তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখার চেষ্টা করছি”, বলেছেন তিনি।

এছাড়া, বিয়ে, খেলাধুলা, ধর্মীয় সভা-সমাবেশ সীমিত/স্থগিত করারও অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত তিনজন রোগী ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Loading...