loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

করোনা প্রতিরোধে সেরা ট্যাংক-এর হাত ধোয়া কর্মসূচি


করোনা প্রতিরোধে সেরা ট্যাংক-এর হাত ধোয়া কর্মসূচি

করোনাভাইরাস প্রতিরোধে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে পথচারীদের জন্য হাত ধোয়ার কর্মসূচি শুরু করেছে আরএফএল গ্রুপের জনপ্রিয় ওয়াটার ট্যাংক ব্র্যান্ড ‘সেরা’। শনিবার রাজধানীর উত্তরা ও শাহবাগ থেকে এই জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয় ।

‘সচেতনতা গড়ে তুলি, করোনা ভাইরাস প্রতিরোধ করি’ শিরোনামে সেরা ট্যাংকের এই কর্মসূচি চলবে ৪ এপ্রিল পর্যন্ত। রাজধানী ছাড়াও গাজীপুর ও নারায়নগঞ্জে এই কর্মসূচি করবে সেরা ট্যাংক ।

এ-বিষয়ে সেরা ট্যাংক-এর হেড অফ মার্কেটিং ফাহিম হোসেন বলেন, “দু’টি পিকআপ ভ্যান নিয়ে আমরা রাজধানীর বিভিন্ন স্থানে যাওয়া শুরু করেছি এবং হাত ধুুতে উদ্ধুদ্ধ করছি। একই সাথে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।”

সেরা ট্যাংকের প্রধান পরিচালন কর্মকর্তা কাজী রাশেদুল ইসলাম বলেন, “করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞরা বারবার হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন। তাই এ-বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে ও তাঁদের হাত ধুুতে উদ্ধুদ্ধ করতে আমরা এই কর্মসূচি নিয়েছি।”

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...