loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

দেশে আরও একজনের মৃত্যু, ছয়জন নতুন-আক্রান্ত


দেশে আরও একজনের মৃত্যু, ছয়জন নতুন-আক্রান্ত

বাংলাদেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ছয়জন। এঁদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।

আজ সোমবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংবাদ সম্মেলনে এ-তথ্য জানান।

ড. ফ্লোরা বলেছেন, দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩। মোট মৃত্যু হয়েছে তিনজনের। সবশেষ যিনি মারা গেছেন - তাঁর বয়স ৬০ বছরের বেশি। এই তিনজনের মধ্যে দু’জন ভ্রমণ করেছিলেন। একজন ভারত, একজন বাহরাইন থেকে এসেছিলেন।

তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে, মোট পরীক্ষা করা হলো ৬২০ জনের। প্রাতিষ্ঠানিক কোয়োরেন্টিনে রয়েছেন ৪৬ জন।

আইইডিসিআর পরিচালক জানান, দেশে আক্রান্তদের মধ্যে দুই তৃতীয়াংশ পুরুষ, এক তৃতীয়াংশ নারী। আক্রান্ত ৩৩ জনের মধ্যে ১৩ জনের ট্রাভেল হিস্ট্রি রয়েছে। বাকি ২০ জন বিদেশ-ফেরতদের সংস্পর্শে আক্রান্ত। এঁদের মধ্যে ইতালি থেকে ছয়জন, ইউরোপের অন্য দেশ থেকে দু’জন, যুক্তরাষ্ট্র থেকে দু’জন, বাহরাইন থেকে একজন, ভারত থেকে একজন ও কুয়েত থেকে একজন এসেছেন।

এই ৩৩ জনের মধ্যে ঢাকার ১৫ জন, মাদারীপুরের ১০ জন ও নারায়ণগঞ্জের তিনজন রয়েছেন।

তিনি বলেন, দেশে টেস্টিং কিটের কোনো সংকট নেই। পিপিই আসছে প্রতিদিন। তবে করোনা প্রতিরোধে নিজ নিজ উদ্যোগ জোরদার করতে হবে। তিনি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।

Loading...