loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের ইন্তেকাল


অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, শিল্প সমালোচক ও ভাষাসৈনিক অধ্যাপক ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।তিনি আজ গুলশানের বাসভবনে ইন্তেকাল করেন। গত এক বছর তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে শয্যাশায়ী ছিলেন। আজই তাঁকে চাঁদপুরের কচুয়ায় মরহুমের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে পারিবারিক গোরস্থানে তাঁকে সমাহিত করা হবে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর এক সন্তান রেখে গেছেন। বোরহানউদ্দিন খান ছিলেন একজন শিক্ষক, গবেষক, রাজনৈতিক ও সর্বোপরি সাংস্কৃতিক আন্দোলনের একনিষ্ঠ নিবেদিতপ্রাণ কর্মী। তিনি ১৯৩৬ সালের ৯ জানুয়ারি চাঁদপুরের কচুয়া থানার গুলবাহার গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আশেক আলী খান এবং মায়ের নাম সুলতানা বেগম। 

তিনি ১৯৫০ সালে ঢাকা সরকারি মুসলিম হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৫২ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ১৯৫৫ সালে স্নাতক এবং ১৯৫৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সত্তরের দশকে তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড যান এবং সেখানে ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা হিসেবে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী নাগরিক আন্দোলনে অসামান্য অবদান রেখেছেন। তিনি ১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধী গোলাম আযমের প্রতীকী বিচারের জন্য গঠিত গণআদালতের অন্যতম অভিযোগকারী ছিলেন। তিনি সাবেক মন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীরের বড় ভাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোরহান উদ্দিন খান জাহাঙ্গীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট এই শিক্ষাবিদের কর্মময় জীবন আমাদের সকলকে অনুপ্রেরণা যুগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী জাহাঙ্গীরের রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Loading...