loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

করোনায় আরও একজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ছয়জন


করোনায় আরও একজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ছয়জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং একজন মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার করোনাভাইরাস (কোভিড-১৯)-এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্সে রুমে অনলাইন লাইভ সংবাদ সম্মেলনে এ-তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ছয়জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।

ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টা কন্টোলরুমে ১,৭০০ কল এসেছে। ৯২ টি নমুনা সংগ্রহ করা হয়েছে।

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয় তুলে ধরে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবেন। সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। নাক-মুখ ঢেকে কাশি দিতে হবে। আক্রান্ত রোগী থেকে দূরে থাকত হবে। অসুস্থ হলে ঘরের বাইরে যাওয়া যাবেনা। প্রয়োজন ছাড়া গণপরিবহনে উঠা যাবে না। বয়স্ক মানুষ দরকার ছাড়া বাহিরে যাবেন না। এক মিটার দূরত্বে দাঁড়িয়ে কথা বলতে হবে।

Loading...