loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

করোনায় বাংলাদেশে পঞ্চম মৃত্যু


করোনায় বাংলাদেশে পঞ্চম মৃত্যু

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আজ বুধবার আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এর পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ-তথ্য জানান।

ড. ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। তবে, ইতোমধ্যে আক্রান্ত একজন রোগী - যিনি বিদেশ থেকে আগত রোগীর পরিবারের সদস্য - মৃত্যুবরণ করেছেন। এই রোগীকে শনাক্ত করা হয়েছিল গত ১৮ মার্চ। তখন তিনি একটি এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে ২১ মার্চ তাঁকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে আনা হয়।

মৃত ব্যক্তির (পুরুষ) বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ ছিল বলে উল্লেখ করেছেন আইইডিসিআর পরিচালক।

তিনি আরও জানান, আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে অবস্থানকারীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও দুইজন। এ-নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার ব্যক্তির সংখ্যা সাতজন। বর্তমানে আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪৭ জন করে মোট ৯৪ জন।

দেশে এ-পর্যন্ত করোনা-সংক্রমিত রোগীর সংখ্যা ৩৯ এবং মৃতের সংখ্যা পাঁচ।

সংবাদ সম্মেলনে আইইডিসিআর জানিয়েছে, এখন করোনা-সংক্রান্ত হটলাইন নম্বর হলো: ০১৯ ৪৪ ৩৩৩ ২২২ এবং ১০৬৫৫। এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়নের নম্বর হলো: ১৬২৬৩। এই নম্বরে কোভিড-১৯ ছাড়াও অন্যান্য স্বাস্থ্য-পরামর্শ দেওয়া হয়।

Loading...