loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

করোনা মোকাবেলায় এগিয়ে এলেন জাতীয় ক্রিকেটাররা


করোনা মোকাবেলায় এগিয়ে এলেন জাতীয় ক্রিকেটাররা

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। এক মাসের বেতনের অর্ধেক সরকারি তহবিলে অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তামিম-মুশফিক-মাশরাফিরা। মোট ২৭জন খেলোয়াড় তাঁদের মাসিক বেতনের অর্ধেক অনুদান দিচ্ছেন। এই ২৭ জনের মধ্যে ১৭জন বিসিবি চুক্তিবদ্ধ খেলোয়াড়, বাকী ১০ জন সম্প্রতি জাতীয় দলের হয়ে খেলেছেন। কর দেয়ার পর আর্থিক সহায়তার পরিমাণ হবে প্রায় ২৬ লাখ টাকা।

বিষয়টি জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের শরানাপন্ন হয়েছেন জাতীয় দলের সিনিয়র খেলোয়াড়রা। ফেইসবুকের মাধ্যমে তাঁরা অনেকেই বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তাঁরা বলেছেন পুরো বিশ্ব এখন করোনাভাইরাসের বিপক্ষে লড়াই করছে। দিনে দিনে বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রাণঘাতি করোনাভাইরাসের বিরুদ্ধে সকলকে সচেতন করতে তাঁরাও সর্বাত্মক চেষ্টা করছেন।

এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) আজ নিশ্চিত করেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজনসহ মোট পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩৯।

গত সোমবার, বাংলাদেশ সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে - যা আগামীকাল থেকে শুরু হয়ে ৪ এপ্রিল পর্যন্ত চলবে। ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতেই এই সিদ্ধান্ত। 

জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। 

গ্রাহকদের আর্থিক লেনদেনের সুবিধার্থে ব্যাংকগুলো খোলা থাকবে সকাল ১০টা থেকে  দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। তবে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

ইতোমধ্যে, প্রতিটি বিভাগীয় প্রশাসনে সহায়তার জন্য সশস্ত্রবাহিনী মোতায়েন করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।

Loading...