loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

ছুটিতে বিশেষ ব্যবস্থায় লেনদেন


ছুটিতে বিশেষ ব্যবস্থায় লেনদেন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি প্রদানসহ সব ধরনের লেনদেনের জন্য বাংলাদেশে কার্যরত ব্যাংকগুলোকে দুই দিন (১ ও ২ এপ্রিল) বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৫ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডির্পাটমেন্ট থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণরোধে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে। ছুটিকালীন সময়ে সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা (নগদ উত্তোলন ও জমা) চালু রাখা হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি প্রদানসহ সব ধরনের লেনদেন সম্পন্নের জন্য বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) প্লাটফর্মটি শুধুমাত্র ১ ও ২ এপ্রিল চালু থাকবে।

ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) প্লাটফর্মের কার্যক্রম এই ছুটির সময়ে সার্বক্ষণিক চালু থাকবে এবং সংশ্লিষ্ট লেনদেনের সেটেলমেন্ট ছুটি-পরবর্তী কার্যদিবসে সম্পন্ন করা হবে। 

বাংলাদেশ অটোমেডেট চেক প্রসেসিং সিস্টেম (বিএসিপিএস) ও রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট (আরটিজিএস) বন্ধ থাকবে।

Loading...