loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

দেশে করোনায় নতুন করে পাঁচজন আক্রান্ত


দেশে করোনায় নতুন করে পাঁচজন আক্রান্ত

করোনাভাইরাসে বাংলাদেশে নতুন করে আরও পাঁচজন আক্রান্ত হয়েছেন। ফলে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪৪ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় আরও চারজন সুস্থ হয়েছেন। অর্থাৎ, এ-পর্যন্ত মোট ১১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে অনলাইন ব্রিফিংয়ে সংস্থার পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ-তথ্য জানান। এ-সময় সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর উপস্থিত ছিলেন।

বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন পাঁচজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আজ বৃহস্পতিবার আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এর পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ-তথ্য জানান।

ড. ফ্লোরা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর হটলাইনে কলের সংখ্যা ৩,৩২১ এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১২৬ জনের। এ নিয়ে মোট পরীক্ষার সংখ্যা হলো ৯২০।

নতুন সংক্রমিত পাঁচজনের মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন, তিন জন আগে সংক্রমিতদের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন এবং একজনের বিস্তারিত তথ্য এখনও পায়নি আইইডিসিআর।

এই পাঁচজনসহ মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় আরও চারজনসহ সুস্থ হয়ে উঠেছেন মোট ১১ জন। এ-পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচজনের। বাকি ২৮ জনের উপসর্গ মৃদু বলে উল্লেখ করেছেন আইইডিসিআর পরিচালক।

এই ছুটির মধ্যে যাঁরা বাড়ি গেছেন, তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, যাঁরা বাড়ি গিয়েছেন তাঁদের আক্রান্ত ব্যক্তি দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই, তাঁদের মধ্যে যাতে কেউ আক্রান্ত না হন, সেজন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

Loading...