loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

চীনে বিদেশি পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি


চীনে বিদেশি পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি

বিদেশ থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আসা লোকের সংখ্যা বাড়তে থাকায় চীনে পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ভিসা বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি রয়েছে - এমন বিদেশি নাগরিকদের উপরও আরোপিত হয়েছে এই নিষেধ। আজ শুক্রবার (২৭ মার্চ) বিবিসি এ-খবর জানিয়েছে।

এছাড়া, চীনা ও বিদেশি এয়ারলাইন্সগুলোকে সপ্তাহে শুধু একটি ফ্লাইট প্রবেশের অনুমতি দিয়েছে চীন এবং কোনো ফ্লাইটে ৭৫ শতাংশের বেশি যাত্রী থাকতে পারবে না।

চীনে তিনদিন পরে শুক্রবার স্থানীয়ভাবে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার নতুন শনাক্ত ৫৫জনের মধ্যে ৫৪জনই বিদেশ-ফেরত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিশ্বব্যাপী কোভিড-১৯ দ্রুত ছড়িয়ে পড়ছে, তাই বিদেশিদের প্রবেশের ব্যাপারে এই সিদ্ধান্ত নেয়া হলো। কূটনীতিক ও এয়ারক্র্যাফট ক্রু ভিসা ছাড়া অন্যান্য ভিসা এবং স্থায়ীভাবে বসবাসের অনুমোদন স্থগিত করা হয়েছে। তাছাড়া, জরুরি মানবিক প্রয়োজন বা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কর্মরতদের ক্ষেত্রে এর ব্যতিক্রম থাকবে।

এদিকে, বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্স অনেক আগেই চীনে যাতায়াত বাতিল করেছে। বেশ কয়েকটি শহর সেখানে প্রবেশের ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে, যেমন - আগতদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে বেইজিং।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাদুর্ভাব হলেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় এখন প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে গেছে ইতালি ও স্পেন।

বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্যানুযায়ী, শুক্রবার পর্যন্ত চীনে ৮১,৩৪০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩,২৯২ জনের। আক্রান্তদের মধ্যে ৫৬৫ জন বিদেশ-ফেরত চীনা বা বিদেশি।

হুবেই প্রদেশে গতকাল বৃহস্পতিবার কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি।

করোনার প্রভাব কমায় জানুয়ারি মাসে উহানে শুরু হওয়া লকডাউন আগামী ৮ এপ্রিল শিথিল করার কথা রয়েছে।

Loading...