loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

করোনায় দেশে নতুন কেউ আক্রান্ত হননি: আইইডিসিআর


করোনায় দেশে নতুন কেউ আক্রান্ত হননি: আইইডিসিআর

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হিসেবে শনাক্ত হননি। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও চারজন। মোট সুস্থ বাড়ি ফিরে গেছেন ১৫ জন। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনাভাইরাসে মারা যাননি। আজ শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ-তথ্য জানান।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হননি। বরং এ-পর্যন্ত আক্রান্ত ৪৮ জনের মধ্যে আরও চারজন সুস্থ হয়েছেন। সেই হিসেবে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫জন। এছাড়া, এ-সময়ে নতুন করে কোনো মৃত্যুও নেই।

আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন সংবাদ সম্মেলনে এ-তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর-এর হটলাইনে কল এসেছে ৩,৪৫০টি। এ-পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১,০৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ জনের। এতে নতুন করে কেউ আক্রান্ত শনাক্ত হয়নি। এছাড়া, আক্রান্তদের থেকে গত ২৪ ঘণ্টায় আরও চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ-নিয়ে মোট সুস্থ হলেন ১৫ জন।

ডা. ফ্লোরা বলেন, আক্রান্তদের মধ্যে গতকাল দুইজন চিকিৎসকসহ যে-চারজন আক্রান্ত শনাক্ত হয়েছিলেন, তাঁরা ছাড়াও আরেকজনের উচ্চরক্তচাপ রয়েছে। তাঁদের আলাদা করে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া আক্রান্তদের সার্বিক বিবেচনায় কোনো ধরনের জটিলতা নেই। 

দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে পাঁচজনের। সুস্থ হয়েছেন ১৫ জন।

Loading...