loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ইতালিতে মৃত্যু নয় হাজার, একদিনে রেকর্ড ৯১৯ জন


ইতালিতে মৃত্যু নয় হাজার, একদিনে রেকর্ড ৯১৯ জন

ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯১৯ জনের। এ-নিয়ে দেশটিতে মোট ৯,১৩৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ-তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, করোনার উৎপত্তিস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা এখন ইতালিতে। দেশটিতে এ-পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬,৪৯৮ জন। চিকিৎসাধীন আছেন ৬৬,৪১৪ জন। চিকিৎসাধীন ৬৬,৪১৪ জনের মধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছেন ৬২,৬৮২ জন। বাকি ৩,৭৩২ জনের অবস্থা গুরুতর। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০,৯৫০ জন।

গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস - যা-তে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ভাইরাসের কেন্দ্রস্থল উহানে যেমন নতুন রোগী বাড়ছে - যদি তা আগের চেয়ে বেশ কম - তেমনি নতুন দেশ থেকে করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানানো হচ্ছে। 

সর্বশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি বাংলাদেশসহ বিশ্বের ১৯৮টি দেশে ছড়িয়েছে। সবগুলো দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে ক্রমাগত। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নামও।

Loading...