loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • নিউইয়র্কে নৈশ কারফিউ ৭ জুন পর্যন্ত বলবৎ

  • করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে

  • ওয়াজিদ খানের মৃত্যু, ছিন্ন হলো সাজিদ-ওয়াজিদ জুটি

  • অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহার মৃত্যু বাড়বে: ডব্লিউএইচও

  • ডিপিএস-এর এপ্রিল ও মে মাসের বিলম্ব ফি নেয়া যাবে না

প্রধানমন্ত্রীর পরে করোনা আক্রান্ত হলেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী


প্রধানমন্ত্রীর পরে করোনা আক্রান্ত হলেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পরে এবার করোনাভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবার (২৭ মার্চ) যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক তাঁর টুইটার অ্যাকাউন্টে নিজের ভাইরাস সংক্রমণে আক্রান্ত হওয়ার তথ্য জানান।

প্রধানমন্ত্রী বরিস জনসনের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার দু’ঘণ্টা পরে ব্রিটিশ স্বাস্থমন্ত্রীর ভাইরাস সংক্রমণে আক্রান্ত হওয়ার খবর এলো।

টুইটারে এক ভিডিওবার্তায় তিনি জানান, কোভিড-১৯ পরীক্ষায় তাঁর ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। অবশ্য তাঁর শরীরে ভাইরাসের মৃদু সংক্রমণ হয়েছে এবং বর্তমানে তিনি নিজের বাড়িতে সেল্ফ আইসোলেশনে আছেন।

ম্যাট হ্যানকক জানান, তিনি বর্তমানে নিজ বাড়ি থেকে দাপ্তরিক কাজ করছেন। আপাতত বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী একইসঙ্গে যাঁদের নিজের ঘরে থেকে কাজ করার সুযোগ আছে - তাঁদের সবাইকে ঘরে অবস্থান করে কাজ করার আহ্বান জানান।

এর আগে শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার টুইটারে কোভিড-১৯ আক্রান্ত হওয়ার ঘােষণা দেন। তিনি বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে আইসোলেশনে আছেন।

অন্যদিকে, গত বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে প্রিন্স অফ ওয়েল্স চার্লস (৭১)। তিনিও স্কটল্যান্ডের নিজ বাড়িতে স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন।

ব্রিটেনে বর্তমানে ১৪, ৫৭৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত। করোনাভাইরাস  সংক্রমণে দেশটিতে শুক্রবার পর্যন্ত ৭৫৯ জনের মৃত্যু হয়েছে।

Loading...