loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

এবার রাশিয়ায় ছুটি ঘোষণা


এবার রাশিয়ায় ছুটি ঘোষণা

এবার রাশিয়া সরকার করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে শনিবার (২৮ মার্চ) থেকে দেশটির সব রেস্তোরাঁ ও ক্যাফে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। শুক্রবার (২৭ মার্চ) এক সরকারি আদেশে বলা হয়েছে, হোম ডেলিভারি সেবা ছাড়া রাশিয়ার বিভিন্ন অঞ্চলে শনিবার থেকে সরকারি খাদ্য সেবা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। 

এছাড়া, আগামী জুন পর্যন্ত বিভিন্ন অবকাশ কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখতে আঞ্চলিক কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। এর পাশাপাশি রাশিয়ার নাগরিকদের চলাফেরা সীমিত রাখার সুপারিশ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বুধবার করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার হুমকি মোকাবেলায় ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন। এদিকে, সাম্প্রতিক দিনগুলোতে বিশেষ করে মস্কোতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে।

পুতিন চিকিৎসক ও সরকারি কর্মকর্তাদের সকল পরামর্শ মেনে চলতে রাশিয়ার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার থেকে রাশিয়া সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে।

সরকারি হিসাব অনুযায়ী, রাশিয়ায় করোনাভাইরাসে ৮৪০ জন আক্রান্ত এবং দু’জনের মৃত্যু হয়েছে।

Loading...