loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

এসএসসি’র ফলাফল জানা যাবে মোবাইলে রেজিস্ট্রেশন করলে


এসএসসি’র ফলাফল জানা যাবে মোবাইলে রেজিস্ট্রেশন করলে

করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর সংক্রমণ পরিস্থিতিতে ঈদ-উল-ফিতরের পরে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে, এবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ফলাফল পাঠানো হবে না। ফল প্রকাশের আগে শিক্ষার্থীরা মোবাইল ফোন থেকে ‘প্রি-রেজিস্ট্রেশন’ করে রাখলে ফল ঘোষণার সঙ্গে সঙ্গে সেই নম্বরে (এসএমএস-এর মাধ্যমে) ফল পৌঁছে যাবে।

গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার করোনা-মহামারির কারণে তা সম্ভব হয়নি।

কোভিড-১৯ পরিস্থিতিতে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে জানিয়ে বুধবার (২০ মে) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ-বছর এসএসসি পরীক্ষার ফল অনলাইনে প্রকাশ করা হবে। পরীক্ষা কেন্দ্র কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

প্রি-রেজিস্ট্রেশন

SSC লিখে একটি স্পেইস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেইস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে শিক্ষার্থীরা প্রি-রেজিস্ট্রেশন করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে খরচ হবে ২ টাকা ৫৫ পয়সা।

ফলাফল প্রকাশের সাথে সাথে প্রি-রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

গত ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Loading...