loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

৫০১ জন খেলোয়াড়কে বিসিবির ৫০ লাখ টাকা অনুদান


৫০১ জন খেলোয়াড়কে বিসিবির ৫০ লাখ টাকা অনুদান

দেশের ৫০১ জন খেলোয়াড়কে ৫০ লাখ ১০ হাজার টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে প্রত্যেকের জন্য বরাদ্ধ ১০ হাজার টাকার একটি করে চেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের হাতে তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এরপর এক অনাড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের মধ্যে চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। খেলোয়াড়দের পক্ষে তাঁদের নিজ নিজ ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ চেক গ্রহণ করেন।

এ-সময় ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, খেলোয়াড়দের সহায়তা করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। মন্ত্রণালয় এ-বিষয়ে আশ্বস্ত করেছে। ঈদের পরে আরও অধিক সংখ্যক খেলোয়াড়কে সহযোগিতা করা যাবে বলে তিনি আশা করছেন।

Loading...