loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারকে অনুদান দিলো আরএফএল গ্যাস স্টোভ


চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারকে অনুদান দিলো আরএফএল গ্যাস স্টোভ

বাংলাদেশের জনপ্রিয় গ্যাসের চুলার ব্রান্ড আরএফএল গ্যাস স্টোভ ‘ক্ষুধা না চুলা জ্বলুক’ কর্মসূচির অধীনে ঢাকার চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারকে দুই লাখ টাকা অনুদান দিয়েছে। সম্প্রতি কল্যাণপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার-এর কার্যালয়ে আরএফএল গ্যাস স্টোভ-এর সিনিয়র ব্রান্ড ম্যানেজার মো: নাজমুল হক চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিলটন সমাদ্দারের কাছে দুই লাখ টাকার চেক হস্তান্তর করেন।

গত ফেব্রুয়ারিতে আরএফএল গ্যাস স্টোভ বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সহযোগিতার জন্য ‘ক্ষুধা না চুলা জ্বলুক’ নামে একটি ক্যাম্পেইন চালু করে। এর মাধ্যমে আরএফএল গ্যাস স্টোভ-এর বিক্রিত প্রতিটি গ্যাস স্টোভ থেকে ১০ টাকা রাখা হয়েছে বৃদ্ধাশ্রমের মানুষের কল্যাণে।

মো: নাজমুল হক বলেন, আরএফএল গ্যাস স্টোভের শ্লোগান হচ্ছে ‘পরিবারের একজন, চিরদিনের বন্ধন’। বাবা-মা পরিবারের অবিচ্ছেদ্য অংশ। যাঁরা একসময় নানা প্রতিকূলতার মাঝেও পরিবারকে আগলে রাখতো, এখন বন্ধন ছিন্ন করে সন্তানেরা পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাঁরা পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। বৃদ্ধাশ্রমে যাঁরা থাকেন – তাঁদের মুখে হাঁসি ফোটানোর জন্য আমরা এই কর্মসূচি শুরু করি। বিক্রিত প্রতিটি গ্যাস স্টোভ থেকে ১০ টাকা রাখা হলো বৃদ্ধাশ্রমের মানুষদের কল্যাণে। এই কর্মসূচির ধারাবাহিকতায় আমরা চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারকে দুই লাখ টাকা অনুদান প্রদান করলাম”।

সমাজের অসহায় বৃদ্ধ মানুষদের সহায়তা এগিয়ে আসার জন্য আরএফএল গ্যাস স্টোভকে ধন্যবাদ জানান চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিলটন সমাদ্দার।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...