loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

চলে গেলেন টিভি ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ


চলে গেলেন টিভি ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ

স্বনামধন্য টেলিভিশন ব্যক্তিত্ব ও বেসরকারি চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুর দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সংবাদে প্রকাশ, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মোস্তফা কামাল সৈয়দ গত ১১ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

মোস্তফা কামাল সৈয়দ ছিলেন বাংলাদেশ টেলিভিশনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নির্মাতা ও এর স্বর্ণযুগের বিশেষ ব্যক্তিত্ব। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তিনি প্রযোজক হিসেবে পাকিস্তান টেলিভিশনে যোগ দেন। তারপর থেকে আমৃত্যু যুক্ত ছিলেন টেলিভিশনের সঙ্গেই।

দীর্ঘ প্রায় ৫৩ বছরের ক্যারিয়ারে মোস্তফা কামাল সৈয়দ কাজ করেছেন বিভিন্ন পরিসরে। বাংলাদেশ টেলিভিশন থেকে অবসরের পরে তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে যোগ দেন।

মূলত অনুষ্ঠান প্রযোজক হলেও ক্যারিয়ারের শুরুর দিকে তিনি ছিলেন সংগীত প্রযোজক। ১৯৭৫ সালে সেরা সংগীত প্রযোজক হিসেবে তিনি জাতীয় পুরস্কার অর্জন করেন। এছাড়া, ১৯৯৪ সালে টেনাশিনাস ড্রামা অ্যাওয়ার্ড লাভ করেন।

১৯৬৮ সালে জনপ্রিয় সংগীত শিল্পী জিনাত রেহানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোস্তফা কামাল সৈয়দ। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Loading...