loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

অনলাইনে ‘ই-বাণিজ্য করবো নিজের ব্যবসা গড়বো’ শীর্ষক প্রকল্প উদ্বোধন


অনলাইনে ‘ই-বাণিজ্য করবো নিজের ব্যবসা গড়বো’ শীর্ষক প্রকল্প উদ্বোধন

একবিংশ শতাব্দীর আসন্ন শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ক্রমবর্ধমান ই-কমার্স খাতে দক্ষ উদ্যোক্তা তৈরির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। এই লক্ষ্য সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের উদ্যোগে, বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব)-এর সহায়তায় “ই-বাণিজ্য করবো নিজের ব্যবসা গড়বো” শীর্ষক প্রকল্পটি চলছিল।

করোনাভাইরাস (কোভিড-১৯) বৈশ্বিক মহামারি রূপ ধারণ করায় এ-প্রকল্পের কার্যক্রম কিছুদিনের জন্য স্থগিত ছিল। বর্তমানে ই-কমার্স খাতের গুরুত্ব অনুধাবন করে এই প্রশিক্ষণ কর্মসূচির কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। এই ধারাবাহিকতায় গত ১১ জুন অনলাইনে “ই-বাণিজ্য করবো নিজের ব্যবসা গড়বো” শীর্ষক প্রকল্প উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন।

জুম ওয়েব মিটিংয়ে প্রশিক্ষণার্থী ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিউটিও সেলের মহাপরিচালক, যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। প্রকল্প পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুল আজম, বিপিসি’র কো-অর্ডিনেটর ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ এইচ এম সফিকুজ্জামান, ই-ক্যাব-এর প্রেসিডেন্ট শমী কায়সার ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।

অনুষ্ঠানে ই-ক্যাব প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে এই প্রকল্প অনলাইনে পরিচালনা করার সার্বিক দিকনির্দেশনা প্রদানের জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন ই-কমার্স খাতের ক্রমবর্ধমান গুরুত্ব অনুধাবন করে এই খাতের প্রতি সরকারের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করেন এবং অনলাইনে এই প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। 

প্রকল্প পরিচালক উপস্থিত সকল প্রশিক্ষণার্থীদের নিয়মিত অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্দেশ দেন। সহকারী প্রকল্প পরিচালক, মিরাজুল ইসলাম উকিল, উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়, সবাইকে ধন্যবাদ  দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...