loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বিডিঅ্যাপ্স ও বিডিওএসএন-এর মধ্যে সমঝোতা চুক্তিসাক্ষর


বিডিঅ্যাপ্স ও বিডিওএসএন-এর মধ্যে সমঝোতা চুক্তিসাক্ষর

বিডিঅ্যাপ্স ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। গত ২৫ জুন অনলাইনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি হয়। এই চুক্তির মাধ্যমে দুইপক্ষ নারীদের ডিজিটাল ক্ষমতায়ন ও অনলাইনে আয়ের সুযোগ সৃষ্টি করতে একসাথে কাজ করবে।

অনুষ্ঠানে বিডিওএসএন-এর জিএস মুনির হাসান, রবি আজিয়াটা লিমিটেডের ইভিপি আহমেদ আরমান সিদ্দিকী, জেনারেল ম্যানেজার ফয়সাল আহমেদ, ম্যানেজার সিফাত উল হক, বিডিঅ্যাপ্স-এর বিজনেস-এনগেজমেন্ট লিড মুহাম্মাদ আলতামিশ নাবিল, মিয়াকি মিডিয়া লিমিটেডের সিইও তানিম ইসলাম এবং বিডিওএসএন-এর প্রজেক্ট ম্যানেজার জাহানারা আমির এই চুক্তির সম্ভাবনা ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন।

এছাড়া অনুষ্ঠানে বিডিওএসএন ও রবি-বিডিঅ্যাপ্স-এর পক্ষ থেকে নওশিন নওয়াল, রিফাত ফারিহা, আরিফ হাসান, শাহেদ সাদ উল্লাহ, মীর রিয়াজ উদ্দিন, হুমায়ুন কবির, জেসমিন আক্তার ও শাকিরা আফরোজ উপস্থিত ছিলেন।

সমঝোতার মাধ্যমে খুব শিগগিরই নারী কমিউনিটি লিডার তৈরিপূর্বক তাঁদের দক্ষতা প্রশিক্ষণ ও দল গঠনের মাধ্যমে কার্যক্রমটি এগিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, বিডিঅ্যাপ্স বাংলাদেশের তরুণ ডেভলপারদের অ্যাপ ও সার্ভিস আইডিয়া মনিটাইজেশনের জন্য একটি টেলকো প্লাটফর্ম ও দেশীয় অ্যাপস্টোর। অন্যদিকে বিডিওএসএন বাংলাদেশের ফ্রিল্যান্স কমিউনিটি তৈরি এবং ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিশ্বব্যাপী মুক্ত ধ্যানধারণা ছড়িয়ে দেওয়ায় ক্ষেত্রে ২০০৫ সাল থেকে কাজ করছে।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...