loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ডেভেলপারদের উন্নয়ন ও কর্মসংস্থানে বিডিঅ্যাপস-ক্রিয়েটিভ আইটির সমঝোতা


ডেভেলপারদের উন্নয়ন ও কর্মসংস্থানে বিডিঅ্যাপস-ক্রিয়েটিভ আইটির সমঝোতা

বাংলাদেশের ডেভলপারদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে যৌথভাবে কাজ করবে লোকাল অ্যাপ মনিটাইজেশন প্লাটফর্ম বিডিঅ্যাপস ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। এ-বিষয়ে প্রতিষ্ঠান দু’টি সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভার্চুয়ালি একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রবি আজিয়াটা লিমিটেডের জিএম ফয়সাল আহমেদ এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সিইও মনির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এই চুক্তির আওতায় মোবাইল অ্যাপ্লিকেশনভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলার জন্য বিডিঅ্যাপস-এর সাথে কাজ করবে ক্রিয়েটিভ আইটি। এছাড়াও, ক্রিয়েটিভ আইটির ডেভলপারদের জন্য কোর্স মডিউলে যুক্ত হবে বিডিঅ্যাপস নিয়ে একটি অধ্যায়।

রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য উদ্ভাবনী মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে ক্রিয়েটিভ আইটি শিক্ষার্থীদের সহায়তা করবে বিডিঅ্যাপস। বাংলাদেশের প্রযুক্তিপ্রিয় তরুণদের ডিজিটাল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পাশে দাঁড়াবে এই দুই প্রতিষ্ঠান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবির ইনোভেশন ও ব্রান্ডেড ডিজিটাল সার্ভিস ম্যানেজার শিফাত উল হক, স্পেশালিস্ট ফাতেমা নাশরা, বিডিঅ্যাপস-এর বিজনেস এনগেজমেন্ট লিড মো. আলতামিশ নাবিল, অপারেশন ম্যানেজার শাহেদ শাদ উল্লাহ, ক্রিয়েটিভ আইটির বিজনেস হেড নাজিব রাফে ডিউক, সিটিও জাকির হোসেনসহ অনেকে।

বিডিঅ্যাপস বাংলাদেশের তরুণ ডেভেলপারদের অ্যাপ ও সার্ভিস আইডিয়া মনিটাইজেশনের জন্য একটি টেলকো প্লাটফর্ম ও দেশি অ্যাপস্টোর। অন্যদিকে, ক্রিয়েটিভ আইটি গত ১১ বছর ধরে বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তথ্যপ্রযুক্তিগত প্রশিক্ষণ ও সেবা দিয়ে আসছে।

Loading...