loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

বাইডেনের সিনিয়র যোগাযোগ দলে সবাই নারী


বাইডেনের সিনিয়র যোগাযোগ দলে সবাই নারী

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস প্রেস টিমে যাঁদের নাম ঘোষণা করেছেন – তাঁরা সকলেই নারী। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এ-ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাইডেন কার্যালয় থেকে বলা হয়েছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

এর মধ্যে হোয়াইট হাউস প্রেস সচিব হিসেবে জেন সাকির নাম ঘোষণা করা হয়েছে। সাকি (৪১) এর আগে ওবামা-বাইডেন আমলে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকসহ একাধিক উচ্চপদে দায়িত্ব পালন করেছেন।

এক বিবৃতিতে বাইডেন বলেছেন, “আজ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি প্রথমবারের মতো হোয়াইট হাউসের সিনিয়র যোগাযোগ দল নারীদের সমন্বয়ে গঠিত হচ্ছে।”

তিনি আরও বলেন, এই দক্ষ, অভিজ্ঞ জনসংযোগকারীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এবং দেশকে আরও উন্নত করে গড়তে অভিন্ন অঙ্গীকার নিয়ে কাজ করবেন।

সাকি ছাড়া আরও ছয়জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে বাইডেনের উপ-প্রচার ব্যবস্থাপক কেইট বেডিংফিল্ডকে নিয়োগ দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের উপযোগাযোগ পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পিলি টোবা।

এই নিয়োগসমূহে সিনেটের অনুমোদন লাগে না।

Loading...