loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

মার্কিন টিভি ব্যক্তিত্ব ল্যারি কিং আর নেই


মার্কিন টিভি ব্যক্তিত্ব ল্যারি কিং আর নেই

মার্কিন টিভি ব্যক্তিত্ব ল্যারি কিং শনিবার (২৩ জানুয়ারি) মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। ওরা মিডিয়া কোম্পানি তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলেনি। ল্যারি কিং এই কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ছিলেন। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে তিনি কয়েক সপ্তাহ ধরে লস এঞ্জেল্সের সেডার্স-সাইনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। তিনি কোভিড-১৯ এর চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

সিএনএন-এর হিসাবে ল্যারি কিং তাঁর বর্ণাঢ্য সাংবাদিকতার জীবনে প্রায় ৩০ হাজার সাক্ষাৎকার নিয়েছিলেন। এরমধ্যে ২৫ বছর তিনি সিএনএন টিভির জনপ্রিয় ‘ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন।

ল্যারি কিং তাঁর কর্মময় জীবনে বহু বিশ্ববিখ্যাত ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন – লেডিগাগা, ফ্রাঙ্ক সিনাত্রার মতো জননন্দিত গায়ক থেকে শুরু করে ইয়াসির আরাফাত ও ভ্লাদিমির পুতিনের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা।

তিনি ১৯৭৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যেক প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিয়েছেন।

ওরা মিডিয়া কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ল্যারি ৬৩ বছর ধরে রেডিও, টিভি এবং ডিজিটাল মিডিয়ায় যে-হাজার হাজার সাক্ষাৎকার নিয়েছেন, যেসব পুরস্কার পেয়েছেন, বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন, সেটাই ব্রডকাস্টার হিসেবে তাঁর অনন্য মেধার পরিচয় বহন করে।’

ল্যারি ১৯৮৫ সালে সিএনএন-এ ‘ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠানের উপস্থাপনা শুরু করেন। ২০১০ সাল পর্যন্ত চলেছে এই টকশো।

‘ইউএসএটুডে’তে ২০ বছরের বেশি সময় ধরে কলামও লিখেছেন ল্যারি কিং। অসুস্থ হওয়ার আগে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম আরটিতে ‘ল্যারি কিং নাও’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।

ল্যারি কিং নিউইয়র্কের ব্রুকলিনে রাশিয়ান অভিবাসী দরিদ্র ইহুদি পরিবারে ১৯৩৩ সালের ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেন।

Loading...