loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

হ্যাজার্ডের নৈপুণ্যে জিদানবিহীন রিয়ালের জয়


হ্যাজার্ডের নৈপুণ্যে জিদানবিহীন রিয়ালের জয়

বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড নিজে এক গোল করেছেন এবং সতীর্থ করিম বেনজেমাকে দিয়ে এক গোল করিয়েছেন। এছাড়াও, পুরো ম্যাচে এই মিডফিল্ডারের অসাধারণ নৈপুণ্যে শনিবার (২৩ জানুয়ারি) আলাভেসকে লা লিগায় ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে, কোভিড-১৯ পজিটিভ হওয়ায় অনুপস্থিত থাকা কোচ জিনেদিন জিদানের উপর থেকে কিছুটা হলেও চাপ কমেছে।

গত বুধবার তৃতীয় সারির দল আলকোইয়ানোর কাছে পরাজিত হয়ে কোপা ডেল রে’র শেষ ৩২ থেকে হতাশাজনক বিদায়ের পরে জিদানের ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু মেন্ডিজোরোজায় কোচ বিহীন মাদ্রিদ দারুণভাবে নিজেদের ফিরিয়ে এনে শিরোপা ধরের রাখার মিশনে ঠিক পথেই থাকলো। 

হাঁটুর ব্যথার কারণে শনিবার দলে ছিলেন না অধিনায়ক সার্জিও রামোস। কাসেমিরো, বেনজেমা ও হ্যাজার্ডের প্রথমার্ধের তিন গোলেই মাদ্রিদের বড় জয়ের আভাস পাওয়া যাচ্ছিল। ৫৯ মিনিটে জোসেলু আলাভেসের হয়ে এক গোল পরিশোধ দেবার পর ৭০ মিনিটে বেনজেমার দ্বিতীয় গোলে মাদ্রিদের বড় জয় নিশ্চিত হয়।

এনিয়ে গত ছয় ম্যাচে দ্বিতীয় জয় পেলো রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ক্লাবটি এখন চার পয়েন্ট পিছিয়ে রয়েছে।

ম্যাচ শেষে বেনজেমা বলেছেন, ‘আত্মবিশ্বাসের জন্য সকলের জন্য গোলগুলো গুরুত্বপূর্ণ। আমাদের জন্য পুরো সপ্তাহটা বেশ কঠিন ছিল। কারণ, আমরা সব সময়ই জয়ের আশা করেছি। লিগে সব সময়ই বাড়তি একটা চাপ থাকে। আজ আমরা সকলেই ভালো খেলেছি।’

জিদানের অনুপস্থিতিতে মাদ্রিদের ডাগ আউট সামলেছেন সহকারী ডেভিন বেত্তোনি। দ্বিতীয়ার্ধে টেলিফোনে তাঁকে কথা বলতে দেখা গেছে, ধরেই নেয়া হয়েছে তিনি জিদানের সাথে পরামর্শ করেই ম্যাচ পরিকল্পনা করেছেন। ম্যাচ শেষে বেত্তোনি এ-সম্পর্কে বলেছেন, ‘আজকের ফলাফলে জিদান দারুণ খুশি, তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানাতে বলেছেন।’

হ্যাজার্ডের পরিবর্তে ৬৩ মিনিটে ভিনসিয়াস জুনিয়রকে মাঠে নামিয়েছিলেন বেত্তোনি। ৩০ বছর বয়সী হ্যাজার্ডের দেড় বছরের স্প্যানিশ ক্যারিয়ার মোটেই ভাল কাটেনি। ১০০ মিলিয়ন ইউরোতে চেল্সি থেকে যোগদানের পরে এই নিয়ে লা লিগায় তৃতীয় ও প্রথম অ্যাওয়ে গোল করলেন হ্যাজার্ড।

আক্রমণভাগে মাদ্রিদের সাম্প্রতিক ব্যর্থতায় শনিবার বেনজেমা তাঁর নৈপুণ্য দিয়ে আবারো গ্যালাকটিকোদের স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন। মধ্যমাঠে টনি ক্রুস, কাসেমিরো ও লুকা মড্রিচও ছিলেন দারুণ সরব। 

ক্রোয়েট তারকা মড্রিচের দুর্দান্ত পাসেই বেনজেমা দলের হয়ে চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন। প্রথমার্ধটা সম্ভবত এবারের মৌসুমে মাদ্রিদের সেরা সময় ছিল। ক্রুসের কর্ণার থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো ১৫ মিনিটে গোলের খাতায় নাম লেখান। ৪১ মিনিটে লুকাস ভাস্কুয়েজের কাছ থেকে বল পেয়ে হ্যাজার্ডের বুদ্ধিদীপ্ত পাসে বেনজেমা ব্যবধান দ্বিগুণ করেন। তিন মিনিট পর হ্যাজার্ড নিজেই গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০।

৫৯ মিনিটে লুকাস পেরেজের ফ্রি-কিক থেকে জোসেলু হেডের সাহায্যে আলাভেসের হয়ে এক গোল পরিশোধ করেন। কিন্তু ম্যাচ শেষের জোসেলুর এই গোল আলাভেসকে শুধুমাত্র সান্তনাই দিয়েছে। ম্যাচ শেষের ২০ মিনিট আগে মড্রিচের পাস থেকে ফরাসি তারকা বেনজেমা বল জালে জড়ালে বড় জয় নিশ্চিত হয় মাদ্রিদের।

এদিন, এর আগে ইউসেফ এন-নেসিরির হ্যাটট্রিকে নবাগত কাডিজকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে সেভিয়া। চার ম্যাচে এটি মরোক্কান ২৩ বছর বয়সী এই স্ট্রাইকারের দ্বিতীয় হ্যাটট্রিক। ১১ গোল করে লিগে এ-পর্যন্ত সর্বোচ্চ গোলের তালিকায় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে স্পর্শ করেছেন এন-নেসিরি। শেষ চার ম্যাচে তিনি সাত গোল করেছেন।

Loading...